মনিরুল ইসলাম : বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস বলেছেন, মেধা বিকাশে শিশুদের দিকে বাড়তি যত্ন নিতে হবে। অভিভাবকদের উচিত নাটক-থিয়েটার, সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে সন্তানদের পরিচয় করিয়ে দেয়া। তাদেরকে সংস্কৃতি মনা করে গড়ে তোলা।
তিনি বলেন, সুস্থ সংস্কৃতি চর্চাই একটি জাতিকে বিশ্ব দরবার একটি দেশের পরিচয় তুলে ধরে। তিনি নতুন প্রজন্মকে বড় পরিসরে চিন্তা শেখাতে অভিভাবকদের ভূমিকা রাখার আহ্বান জানান।
শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ৭ নভেম্বর, বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
অনুষ্ঠানে মির্জা আব্বাস বলেন, স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা নিয়মিত হওয়া উচিত।
পরে স্কুল ও কলেজ শাখার ২ ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।