শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ২৯ জুন, ২০২৫, ০৩:২১ দুপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

নির্বাচন পেছানোর ষড়যন্ত্র জাতির জন্য সর্বনাশ ডেকে আনবে: মির্জা আব্বাস

মনিরুল ইসলাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে। তিনি বলেন, “একেকজন একেক দাবি তুলে নির্বাচনী প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করছে। এতে শুধু নির্বাচনই নয়, গোটা জাতিও ক্ষতির মুখে পড়বে।”

রবিবার (২৯ জুন) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে রমনা থানা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম-২০২৫ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রস্তাবিত অনুপাতিক (পিআর) ভোট পদ্ধতি প্রসঙ্গে প্রশ্ন তুলে মির্জা আব্বাস বলেন, “এই পিআর সিস্টেম কোথা থেকে এলো? কে আপনাদের এসব বুদ্ধি দেয়? দেশকে সুন্দর করার জন্য ঐক্যবদ্ধভাবে কিছু না করে বরং নতুন নতুন দাবি তুলে জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন।”

বিএনপির এই নেতা বলেন, “বড় বড় সমাবেশ করে বিভ্রান্তিমূলক বার্তা ছড়াবেন না। যদি জনপ্রিয়তা যাচাই হয় মোবাইল দিয়ে, তাহলে আমরা চাইলে সারা দেশে একদিনে সমাবেশ করতে পারি।”

তিনি রাজনৈতিক বিরোধীদের সতর্ক করে বলেন, “আউল-ফাউল কথা বলে দেশবাসীকে বিভ্রান্ত করবেন না। এভাবে ভুল তথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করা যাবে না।”

ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করীমকে উদ্দেশ করে মির্জা আব্বাস বলেন, “যখন বিএনপি ও জামায়াতের ওপর দমন-পীড়ন চলছিল, তখন আপনারা দূর থেকে বাহবা দিয়েছেন। রাতের নির্বাচন, দিনের নির্বাচন—সব হয়েছে, তবু কোনো প্রতিবাদ করেননি। আর এখন বলছেন, আগে স্থানীয় নির্বাচন, পরে পিআর পদ্ধতি না হলে জাতীয় নির্বাচন হবে না। এসব অবস্থান জাতির জন্য ক্ষতিকর।”

তিনি ইরানের উদাহরণ টেনে বলেন, “ইরান একাই যুদ্ধ করেছে, কারণ তাদের জাতি ঐক্যবদ্ধ ছিল। আমাদেরও সেই ঐক্য দরকার।”

দেশপ্রেমিকদের এক জায়গায় একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “যারা দেশকে ভালোবাসেন, আসুন আমরা এক জায়গায় দাঁড়াই, যেখানে থেকে দেশ ও জনগণের উন্নয়ন সম্ভব।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, এবং যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন সরদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. শরীফ হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়