শিরোনাম
◈ মূল্যস্ফীতির লাগাম টানতে কড়াকড়ি, বিনিয়োগ বাড়াতে ভারসাম্যের খোঁজে বাংলাদেশ ব্যাংক ◈ গভীর সমুদ্রে মাছ আহরণের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ আ.লীগের নতুন পরিকল্পনা হাসিনাকে দেশে ফেরাতে, ঢাকায় প্রশিক্ষণ ◈ সাপুড়ের প্রাণ নেয়া সাপটিকে কাচা চিবিয়ে খেয়ে নিলো আরেক সাপুড়ে ◈ লুইস ‌দিয়াস লিভারপুল ছেড়ে দি‌লেন, চার বছরের চুক্তিতে ঢুক‌লেন বায়ার্নে মিউ‌নি‌খে ◈ রাষ্ট্র মেরামত ও সুশাসন প্রতিষ্ঠার সুযোগ কোনোভাবেই মিস করা যাবে না: আইন উপদেষ্টা  ◈ দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ ব্লগার অভিজিৎ রায় হত্যা: জামিন পেলেন সাজাপ্রাপ্ত আসামি ফারাবী ◈ প্রথম পর্বে ৬২ বিষয়ে ঐকমত্যে রাজনৈতিক দলগুলো, তালিকা প্রকাশ করলো কমিশন ◈ জামায়াত আমিরের হার্টে তিনটি ব্লক, বাইপাস সার্জারির সিদ্ধান্ত

প্রকাশিত : ১৩ জুন, ২০২৫, ০২:১৪ দুপুর
আপডেট : ২৪ জুলাই, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

বৈঠকে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমান। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সৌজন্যে

মনিরুল ইসলাম: প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনূসের সঙ্গে বহুল আলোচিত ও প্রত‍্যাশিত বৈঠকে বসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্ধারিত স্থানীয় সময় সকাল ৯টায় এই বৈঠক শুরু হয়েছে। প্রধান উপদেষ্টার দিনের কার্যসূচি অনুযায়ী বৈঠক চলবে ১১টা পর্যন্ত।

বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে সেন্ট্রাল লন্ডনের পার্ক লেনের দি ডচেস্টারে। চার দিনের সফরে এই হোটেলেই অবস্থান করছেন প্রধান উপদেষ্টা। তারেক রহমান নির্ধারিত সময়ের আগেই হোটেলে পৌঁছান। তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমি খসরু মাহমুদ চৌধুরী ও হুমায়ূন কবির।

তারেক রহমানকে হোটেলে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও প্রেস সচিব শফিকুল আলম। পরে তাকে বৈঠকের জন‍্য নির্ধারিত লবিতে নিয়ে যান তারা।

এদিকে তারেক রহমানকে হোটেলের সামনে স্বাগত জানাতে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা সকাল থেকেই জড়ো হতে থাকেন পার্ক লেনে। এই বৈঠক সামনে রেখে বুধবার লন্ডনে আসেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেন, ‘দুই নেতা একান্ত বৈঠক করবেন।’

তিনি বলেন, ‘আমরা প্রত্যাশা করছি এই বৈঠকের মধ্য দিয়ে নতুন দিগন্তের সূচনা হবে, বাংলাদেশের সংকট সমাধানের ইতিবাচক ভূমিকার পথ উন্মুক্ত হবে।’

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠককে ঘিরে দেশের নানা শ্রেণি-পেশার মানুষের মধ্যে কৌতূহলের শেষ নেই। রাজনৈতিক অঙ্গন, হোটেল-রেস্তরাঁ, টেলিভিশনের টকশো, পত্রপত্রিকা, সামাজিক যোগাযোগমাধ্যম সর্বত্র আলোচনা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়