শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ২৮ মে, ২০২৫, ০১:১৩ রাত
আপডেট : ২৩ আগস্ট, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

৪৭ বছর ধরে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় 'সুরভি'র অবদান অনন্য : ডা. জুবাইদা রহমান

মনিরুল ইসলাম: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের শিক্ষাপ্রতিষ্ঠান ‘সুরভি’ পরিদর্শন করেছেন।

বেলা দেড়টার দিকে তিনি প্রতিষ্ঠানটিতে পৌঁছালে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এরপর তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেন এবং শিক্ষার্থীদের ক্লাসরুম পরিদর্শন করেন।

ডা. জুবাইদা শিক্ষার্থীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কথা বলেন, কবিতা আবৃত্তি, কুরআন তেলাওয়াতসহ বিভিন্ন সাংস্কৃতিক দক্ষতা উপস্থাপন করতে উৎসাহিত করেন এবং তাদের লক্ষ্যপূরণে পাশে থাকার আশ্বাস দেন।

তিনি পরিদর্শন করেন ‘সুরভি’র ৪৭ বছরের কার্যক্রমভিত্তিক আলোকচিত্র ও তার মা, ‘সুরভি’র প্রতিষ্ঠাতা সৈয়দা ইকবাল মান্দ বানু’র আঁকা চিত্রকর্ম। পাশাপাশি একটি তথ্যচিত্র উপভোগ করেন।

তিনি বলেন, “সুরভির শিক্ষার্থীরা শুধু শিক্ষায় নয়, কুরআন তেলাওয়াত, কবিতা, গান, নৃত্যসহ নানা সাংস্কৃতিক চর্চাতেও দক্ষ। প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে এরা মানবিক সহায়তা নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যায়।”

উল্লেখ্য, স্বাধীনতা পদকপ্রাপ্ত সমাজসেবক সৈয়দা ইকবাল মান্দ বানু ১৯৭৯ সালে 'সুরভি' প্রতিষ্ঠা করেন। গত চার দশকে প্রায় ৪০ লাখ সুবিধাবঞ্চিত শিশুকে শিক্ষার আলোয় আলোকিত করেছে সংগঠনটি।

‘সুরভি’ বর্তমানে দেশের বিভিন্ন জেলায় টিউবওয়েল স্থাপন, বন্যার্তদের সহায়তা, নারীদের কম্পিউটার প্রশিক্ষণ, উচ্চ শিক্ষার্থীদের বৃত্তি, রক্তদান, মেডিকেল ক্যাম্পসহ নানা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়