শিরোনাম
◈ মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় রয়েছে হাসিনা সরকারের সাত মন্ত্রী এমপি’সহ আরো যারা আছেন ◈ বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল ◈ চীন-পাকিস্তানকে মাথায় রেখেই কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত? ◈ রেফারির গা‌য়ে বরফ ছুঁ‌ড়ে মারায় ৬ ম্যাচ নিষিদ্ধ হ‌লেন ‌রিয়াল ফুটবলার রুডিগার ◈ রাষ্ট্র সংস্কার প্রশ্নে সংলাপ: রাজনৈতিক দলগুলো কোন প্রস্তাবেই শতভাগ একমত হয়নি ◈ আর্সেনালের বিরু‌দ্ধে পিএস‌জির ক‌ষ্টের জয় ◈ ২০২৮ সাল থে‌কে ৯৪ ম্যাচের আইপিএল আয়োজনের পরিকল্পনা বি‌সি‌সআি‌ইর ◈ কোরবানির ঈদেই আসছে নতুন নোট, থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি ◈ বাংলাদেশে ভয়ংকর ফাঁদে তিন শ্রীলঙ্কান নাগরিক, যেভাবে অভিযান চালিয়ে উদ্ধার করেন পুলিশ ◈ ৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ভারতীয় আক্রমণের আশঙ্কা (ভিডিও)

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৫, ০৫:০৩ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইইউ রাষ্ট্রদূতের তিন ‘কমন প্রশ্ন’, জবাবে যা বলেছে জামায়াত

জামায়াতে ইসলামীর প্রতি সবারই তিন-চারটি কমন প্রশ্ন থাকে বলে জানিয়েছেন দলটির প্রভাবশালী নেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। রবিবার (২৭ এপ্রিল) দুপুরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ দলটির সিনিয়র নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর এ কথা জানান তিনি।

দলের মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সামনে আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘জামায়াতে ইসলামীর প্রতি সবার তিন-চারটি প্রশ্ন থাকে। একটা হলো, ওম্যান পজিশন জামায়াতে ইসলামীর; টেররিজমের বিষয়ে জামায়াতে ইসলামীর স্টেপ কী এবং মাইনরিটির বিষয়ে জামায়াত কী ভূমিকা রাখবে? এই তিনটা কমন প্রশ্ন আমাদের জন্য। আজও সেই কমন প্রশ্ন। সুতরাং জবাবও আমাদের স্পষ্ট। কারণ প্রশ্ন তো আউট হয়েই আছে, ঠিক আছে না!’

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে কী জবাব দেওয়া হয়েছে, এ প্রসঙ্গে তাহের বলেন, ‘আমরা বলেছি, নারী-পুরুষ, সবার ব্যাপারে যার যার অধিকারের ব্যাপারে জামায়াত অত্যন্ত সচেতন, দৃঢ়। প্রত্যেকে তাদের অধিকার ভোগ করবে।’

তারা বলেছিল, নারীদের রিফর্ম কমিটি কিছু প্রস্তাব করেছিল। সেখানে আমরা একটি বিষয়ে আপত্তি করেছি। সেখানে যৌনকর্মীদের লাইসেন্স দেওয়ার যে প্রস্তাবনা, এটি নারীদের জন্য লজ্জাজনক। তাদের সম্মানের প্রতি আঘাত। সুতরাং আমরা এটার বিরোধিতা করেছি।’

‘রাজনীতিতে নারীদের অংশগ্রহণ নিয়ে তারা বলেছে। আমরা বলেছি, এ বিষয়ে আমরা অত্যন্ত উদার। আমাদের দলে ৪৩ পার্সেন্ট নারী, যেটা অন্য দলে নেই।’ উল্লেখ করে সাবেক এমপি আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার দেওয়া টাইমফ্রেমের প্রতি সমর্থন জানিয়েছে জামায়াত। এমন বিষয় ইইউ রাষ্ট্রদূতকে বলা হয়েছে বলেও জানান জামায়াতনেতা তাহের।  উৎস: বাংলাট্রিবিউন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়