শিরোনাম
◈ রেলওয়ে যন্ত্রাংশ কেনাকাটায় স্থবিরতা কাটেনি সিসিএস দপ্তরে ◈ যুদ্ধ থামাতেই চাইছে না ইসরায়েল, ইরানকে ছেড়ে এবার সি‌রিয়ায়, ভে‌ঙে দি‌লো সামরিক সদর দপ্তর ◈ যুক্তরাষ্ট্রে ভ্রমণে গিয়ে চুরি করে ধরা খেলেন ভারতীয় নারী! (ভিডিও) ◈ সৌদি আরবে মুদি দোকান ও কিয়স্কে তামাকপণ্য বিক্রি নিষিদ্ধ! ◈ দ্রুত ছড়িয়ে পড়ছে এই প্রাণঘাতী রোগ, কাজ করছে না ওষুধও ! নতুন সমীক্ষায় আশঙ্কা চরমে ◈ বাংলাভাষীদের টার্গেট করে অভিযানের ব্যাখ্যা চাইল কলকাতা হাইকোর্ট, কেন্দ্রকে হলফনামা জমার নির্দেশ ◈ অন্তরঙ্গ ভিডিও দেখিয়ে ব্ল‍্যাকমেইল করে টাকা নেন, চাঁদা না পেয়ে মোবাইল ছিনিয়ে নিয়েছিলেন সোহাগ ◈ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বিবৃতি,গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি ◈ ৩০ বছর পর ফুটলো পদ্ম, ফিরে এল কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য ও জীবিকার আশ্বাস ◈ গোপালগঞ্জে সংঘর্ষের পর সুনসান নীরবতা, কারফিউর মধ্যে থমথমে পরিস্থিতি

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৫, ০৫:৫৭ বিকাল
আপডেট : ৩০ জুন, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে বিএনপির প্রতিবাদী র‌্যালি 

মনিরুল ইসলাম: ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা, নৃশংসতা ও গণহত্যার বিরুদ্ধে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে বিএনপির প্রতিবাদী র‌্যালি করেছে।

বৃহস্পতিবার বিকেল  ৫টার পর র‌্যালি শুরু হয়ে কাকরাইল মোড়, মালিবাগ মোড়, মৌচাক মার্কেট, মগবাজার মোড় প্রদক্ষিণ করে বাংলামটরে গিয়ে ৬ টার কাছাকাছি সময়ে শেষ হয়। বৈকালিক ধূলা ঝড় উপেক্ষা করে র‌্যালিটি বাংলামটরে পৌঁছে। মুর্হুমুর্হর শ্লোগানে সড়ক প্রদক্ষিণ করে। ইজরায়েলি আগ্রাসন বন্ধ হউক, বন্ধ হউক,ইসরায়েলি পূণ্য বয়কট,বয়কট। সংহতি র‌্যালিতে ছিলো ফিলিস্তিনি পতাকা। নারীদের মুখে ছিলো লাল রং মাখা। প্রতীকী রক্তের রং।

ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির এই কর্মসূচিকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই নয়াপল্টনে জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মীরা। হাতে ফিলিস্তিনের পতাকা, মাথায় ফিতা বাঁধা ও নানা রকম প্রতিবাদী প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা জড়ো হন। তারা ‘গাজা হত্যাযজ্ঞ বন্ধ করো’, ‘ফিলিস্তিনের পক্ষে, বর্বরতার বিরুদ্ধে’সহ বিভিন্ন স্লোগান দেন।

বিএনপির বিভিন্ন স্তরের নেতারা বলছেন, ফিলিস্তিনে শিশু ও সাধারণ মানুষের ওপর অব্যাহত হামলার প্রতিবাদে এই কর্মসূচি আয়োজন করা হয়েছে। ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে বিশ্ববাসীকে জাগ্রত করতেই বিএনপির এই শান্তিপূর্ণ প্রতিবাদ।

বিএনপির এ কর্মসূচি ঘিরে নয়াপল্টন ও এর আশপাশের এলাকা এবং র‍্যালির রুট ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এতে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ ও মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়