শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৩, ০৫:৫২ বিকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২৩, ০৫:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সনাতন ধর্মালম্বীদের জন্য উপাসনালয় স্থাপন করা হবে: বিএসএমএমইউ উপাচার্য

ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ

শাহীন খন্দকার: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শুক্লা পক্ষের শ্রী পঞ্চমী তিথিতে বাণী বন্দনা-১৪২৯ উপলক্ষে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের এ ব্লক সংলগ্ন বটলায় অস্থায়ী বেদীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সরস্বতী পূজা উদযাপন পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। দেবীর বন্দনায় অনুষ্ঠানের মধ্যে ছিল পূজা-অর্চনা, পুষ্পাঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণ।

এ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সরস্বতী পূজা উদযাপন পরিষদ একটি স্মরণিকাও প্রকাশ করে। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, দেশের মানুষ ভাল আছেন বলেই, আজ এখানে এত পূণার্থীর সমাগম ঘটেছে। বিগত বছরের তুলনা এবারের পূণার্থী সংখ্যা বেশী তারই প্রমাণ করে। সনাতন ধর্মালম্বীদের উদ্দেশ্যে অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, খুব অল্পদিনের মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে প্রার্থনা বা উপাসনালয় স্থাপন করা হবে।

তিনি আরো বলেন, দেশের স্বাস্থ্যখাতে ইতিহাসে প্রথমবারের মতো ক্যাডাভেরিক ট্রান্সপ্ল্যান্টেশনের মাধ্যমে সারা ইসলামের শরীর থেতে চারটি অঙ্গ দুটি কিডনি, দুটি কর্নিয়া নিয়ে চারজন মানুষের শরীরের সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে। রোগীরা সবাই ভাল আছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখতে জানেন। স্বপ্ন বাস্তবায়ন করতেও পারেন। তার স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে রোবটিক সার্জারি চালু করতে চাই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় সরস্বতী পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ডা. চঞ্চল কুমার ঘোষ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সরস্বতী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. ইন্দ্রোজিত কুমার কুন্ডু। অনুষ্ঠানটি সঞ্চালনা করে অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ।

এসকে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়