শিরোনাম
◈ কালকের মধ্যে জুলাই সনদের আদেশ না হলে ১১ নভেম্বর ঢাকায় জনস্রোত হবে: ইসলামি ৮ দলের হুঁশিয়ারি ◈ পুঁজিবাজারে বড় ধাক্কা: একীভূত প্রক্রিয়ায় পাঁচ ইসলামী ব্যাংকের লেনদেন স্থগিত ◈ আমরা সরকারের চালাকি বুঝি, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব, ঘি আমাদের লাগবেই: ডা. তাহের ◈ বিএনপিতে যোগদান নিয়ে যা জানালেন স্নিগ্ধ ◈ সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিল হাইকোর্ট ◈ সিরীয় বংশোদ্ভূত জোহরান মামদানির স্ত্রী রামা দুয়াজি এখন বিশ্বজুড়ে আলোচনায় ◈ জুলাই চার্টার নিয়ে রাজনৈতিক বিভাজন গভীরতর: তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের সময়কালেই মূল অচলাবস্থা ◈ পাঁচ দফা দাবিতে রাজধানীতে জামায়াতসহ আট ইসলামি দলের যমুনা অভিমুখে পদযাত্রা শুরু ◈ আলী রীয়াজ নয় মাসে ৮৩ কোটি টাকা খরচ করে পালিয়েছে: মোশাররফ আহমেদ ঠাকুর (ভিডিও) ◈ ডিবি হারুনকে সরাতে শেখ হাসিনার নির্দেশ, দায় চাপালেন স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর: ওবায়দুল কাদের-হারুন অডিও ফাঁস

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫, ১০:০৪ দুপুর
আপডেট : ০৬ নভেম্বর, ২০২৫, ০২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাড়ির নিয়ন্ত্রণও নিয়ে নিতে পারে হ্যাকাররা: ক্যাসপারস্কির সতর্কবার্তা

চলন্ত গাড়ির নিয়ন্ত্রণও এখন সাইবার হামলার ঝুঁকিতে। গ্লোবাল সাইবারসিকিউরিটি ও অ্যান্টিভাইরাস কোম্পানি ক্যাসপারস্কি জানিয়েছে, তাদের এক গবেষণায় একটি কোম্পানির গাড়িতে ভয়াবহ ত্রুটি ধরা পড়েছে। যার সুযোগ নিয়ে হ্যাকাররা দূর থেকে পুরো গাড়ির নিয়ন্ত্রণ নিতে পারত।

বুধবার (৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে ক্যাসপারস্কি জানায়, তাদের গবেষকরা ঠিকাদার প্রতিষ্ঠানের একটি অনলাইন অ্যাপ্লিকেশনে ‘জিরো-ডে ভালনারেবিলিটি’ খুঁজে পান। ওই দুর্বলতার কারণে গাড়ির ইঞ্জিন বন্ধ করা, জোর করে গিয়ার পরিবর্তন করা এমনকি চলন্ত অবস্থায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়াও সম্ভব।

তদন্তে জানা যায়, দুর্বল পাসওয়ার্ড, অনিরাপদ ফায়ারওয়াল সেটিং ও টু-ফ্যাক্টর অথেন্টিকেশন না থাকায় হ্যাকাররা লগইন তথ্যসহ গুরুত্বপূর্ণ ডেটায় প্রবেশাধিকার পায়। এতে গাড়ির মূল নিয়ন্ত্রণ ব্যবস্থাও ঝুঁকিতে পড়ে।

ক্যাসপারস্কির আইসিএস সিইআরটি বিভাগের প্রধান আরতেম জিনেনকো বলেন, “গাড়ি নির্মাতাদের এখনই শক্তিশালী সাইবার সুরক্ষা ব্যবস্থা নিতে হবে, বিশেষ করে যেসব সিস্টেম তৃতীয় পক্ষ দ্বারা পরিচালিত হয় সেগুলোর ক্ষেত্রে। একটি ছোট দুর্বলতাও পুরো নেটওয়ার্ক ও চালকের নিরাপত্তাকে বিপদের মুখে ফেলতে পারে।”

তিনি বলেন, “এই ঘটনাটি থেকে দেখা যায়, কোনও ঠিকাদারের সিস্টেমে একটি ছোট দুর্বলতাও কীভাবে ইন্টারনেট সংযুক্ত গাড়িগুলোকে নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারে। তাই গাড়ি নির্মাতাদের এখনই শক্তিশালী সাইবার সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে, বিশেষ করে যেসব সিস্টেম তৃতীয় পক্ষ দ্বারা পরিচালিত হয় সেগুলোর ক্ষেত্রে, যাতে চালকদের সুরক্ষা ও প্রযুক্তির প্রতি আস্থা বজায় থাকে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়