আনিসুল হক: এই জীবনটা আমার পছন্দ নয়। আমি চেয়েছিলাম উৎপল শুভ্রর জীবন। অন্যের টাকায় বিজনেস ক্লাসের টিকেটে গিয়ে ক্যারিবিয়ান সাগরের সৈকতে শুয়ে থাকব। তিনদিন পর খেলা হলে এসি রুমে বসে খেলা দেখব। তারপর বিশ্বকে জানাব, খেলা ভালো লাগল, নাকি খারাপ লাগল! এই সময় বাইরের বল তাড়া করাটা কি ঠিক ছিল। লারার সঙ্গে সেলফি তুলতে তুলতে বলব, ক্রিকেট ইজ আ গেম অব গ্রেট আনসারটেইনটি, ইউ নো...। তারপর লাল আঙুরের জুসে চুমুক দিতে দিতে...বাকিটা আর বললাম না। এইটা কোনো জীবন হইলো। নিজের টাকায় ইকোনোমি ক্লাসের টিকেটে কোনো একটা বিদেশি শহরে গিয়া চিপা হোটেলে উইঠা সকালের নাশতা থাইকা আপেল সরায়া লাঞ্চ ট্রিকসে ফেলায়া রাইতের জন্য চিপা রেস্টুরেন্ট খুঁইজা মরা। হে আল্লাহ, আমারে উৎপল শুভ্র বানায়া দেও! লেখক: কথাসাহিত্যিক ও সাংবাদিক। ফেসবুক থেকে
আপনার মতামত লিখুন :