শিরোনাম

প্রকাশিত : ২৫ মে, ২০২৩, ০৪:৫৮ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২৩, ০৪:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চালু হয়েছে কাজী নজরুল ইসলাম বিমানবন্দর

কামাল ভড়ূয়া

কামাল ভড়ূয়া, ফেসবুক থেকে: কাজী নজরুল ইসলাম বিমানবন্দর, পশ্চিমবঙ্গের দুর্গাপুর শহরের অন্ডালে অবস্থিত একটি অভ্যন্তরীণ বেসামরিক বিমানবন্দর। দীর্ঘদিন ধরে প্রতিক্ষার পর নতুন করে অভ্যন্তরীণ বিমান চলাচল কার্যক্রম শুরু হয়েছে এখানে। এই বিমানবন্দর থেকে বিহারের পাটনা হয়ে সোজাসুজি মরুভূমির রাজ্য রাজস্থানের জয়পুর পৌঁছে যাবে। সময় লাগবে সাড়ে তিন ঘণ্টা। বেসরকারি বিমান সংস্থা ‘ইন্ডিগো এয়ার’ আপাতত সপ্তাহে তিনদিন এই সেবা পরিচালনা করছে। ধীরে ধীরে এই সেবা পৌঁছে যাবে মুম্বাই, চেন্নাই, গৌহাটি, পাটনা, হায়দ্রাবাদ, ত্রিপুরা সহ আরও কিছু রাজ্যে।

বিমানবন্দরটি দুর্গাপুরের সিটি সেন্টার থেকে প্রায় ১৫ কিলোমিটার এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মহানগর আসানসোলের সিটি বাস টার্মিনাল থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়