শিরোনাম
◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব ◈ রাজনৈতিক কর্মসূচিতে ফের গরম হচ্ছে রাজপথ

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০৪ বিকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‎ব্রিটিশ ট্যোবাকো কোম্পানির তামাকবাহী ট্রাক থেকে গাঁজাসহ আটক-৩

‎‎জিন্নাতুল ইসলাম জিন্না, ‎লালমনিরহাট প্রতিনিধি: ‎লালমনিরহাটে বহুজাতিক প্রতিষ্ঠান ব্রিটিশ ট্যোবাকো কোম্পানির তামাকবাহী একটি ট্রাক থেকে গাঁজাসহ মোঃ ওহিদুল বিশ্বাস (৫০), মোঃ তরিকুল ইসলাম (৩৮) ও মোঃ শাবান আলী (৪৮) নামে তিন মাদক ব্যবসায়ীকে আটক করে রংপুর র‍্যাব-১৩।

‎‎বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাব-১৩ সুবেদার মোঃ আফিল উদ্দিন (বিজিবি) বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় সংশ্লিষ্ট মাদক আইনে একটি মামলা দায়ের করেন। এর আগে বুধবার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা সড়ক সেতুর টোল প্লাজার উত্তর পার্শ্বে অভিযান চালিয়ে তামাকবাহি ট্রাকে গাঁজাসহ তাদের তিনজনকে আটক করা হয়।

‎‎আটককৃত মোঃ ওহিদুল ইসলাম, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার গঙ্গারামপুর এলাকার  চাঁদালী বিশ্বাসের ছেলে, মোঃ তরিকুল ইসলাম একই উপজেলার মীরের পাড়া এলাকার মৃত রবকুল ইসলামের ছেলে ও মোঃ শাবান আলী একই উপজেলার তারাগনিয়া এলাকার মৃত আজিম উদ্দিন মন্ডলের ছেলে।

‎‎রংপুর র‍্যাব-১৩ দেয়া অভিযোগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর র‍্যাব-১৩ একটি টিম তিস্তা সড়ক সেতুর টোল প্লাজার উত্তর পার্শ্বে ওই তামাক ভর্তি ট্রাকে অভিযান চালায়। এ সময় ট্রাকে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে তামাক পরিবহনের আড়ালে মাদক পাচার করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

‎‎স্থানীয় সূত্র জানায়, বহুজাতিক প্রতিষ্ঠান ব্রিটিশ ট্যোবাকো কোম্পানির সরবরাহকৃত তামাক পরিবহনের ট্রাকের মাধ্যমেই মাদক পরিবহন করা হচ্ছিল। এভাবে প্রায় তামাকের ট্রাকের আড়ালে মাদক পাচার করা হয়ে থাকে বলেও জানিয়েছেন তারা। জেলার প্রভাবশালী ব্যবসায়ী লাল মিয়া এই তামাক ব্যবসার মূল মালিক হওয়ায় পুরো ঘটনায় তার নামও উঠে এসেছে। তবে পুলিশ বলছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে।

‎‎লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরন্নবী জানান, “আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি তামাকবাহী ট্রাকে মাদক পরিবহনের পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।” উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা বলেও জানিয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়