শিরোনাম
◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০৮ বিকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাই নারী শ্রমিককে বাঁচাতে গিয়ে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল পুলিশ সদস্যের।

মো:আদনান হোসেন, ধামরাই প্রতিনিধি: নারী শ্রমিককে বাঁচাতে সরকারি জরুরি ডাক ডিউটিতে থাকা অবস্থায় মোঃ শাহিনুর ইসলাম (২৩ ) নামের এক পুলিশ সদস্য মোটর সাইকেল দূর্ঘটনায় নিহত হয়েছে৷ এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মামলা নং-৩২। 

আজ বৃহ:বার ১৮ সেপ্টেম্বর, গতকাল রাত ৯টার দিকে ঢাকা আরিচা মহাসড়কে ধামরাইয়ের বালিথা মাহমুদা এ্যাটায়ার্সের সামনে এ দূর্ঘটনা ঘটে৷  

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নিহত পুলিশ সদস্য শাহিনুর মানিকগঞ্জ পুলিশ লাইনে কর্তব্যরত ছিল৷ সরকারি জরুরি ডাক ডিউটিতে মানিকগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে ঢাকা আরিচা মহাসড়কের বালিথা এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী পোশাক শ্রমিক স্বপন জানান, এক নারী কারখানার শ্রমিক রাস্তা পারাপারের সময় এদিক সেদিক না তাকিয়ে রাস্তা পারাপারের সময় মানিকগঞ্জের দিক থেকে দ্রুত একটি মোটর সাইকেল নিয়ে ঢাকার দিকে আসতে থাকে৷ নারী পোশাক শ্রমিক কে বাঁচাতে অর্তকিত ভাবে ব্রেক করলে রাস্তায় পরে যায়৷ মহাসড়কে নতুন পাথর ঢালাইয়ে মোটর সাইকেল থেকে পড়ে গেলে হেলমেট পড়া না থাকায় মাথায় প্রচন্ড আঘাত পায়৷ আমরা তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলে দ্বায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷ 

নিহত শাহিনুর ইসলাম উপজেলার বালিথা এলাকার প্রবাসী আলাল উদ্দিনের পুত্র। সে ২০১৯ সালে পুলিশের চাকরিতে যোগদান করেন৷ নিহত পুলিশ সদস্য শাহিনুরের ২ বছরের এক পুত্র সন্তান রয়েছে৷ 

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সারোয়ার বলেন, মানিকগঞ্জ জেলা পুলিশের কনস্টেবল জরুরী সরকারি ডাক ডিউটিতে থাকা অবস্থায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেছে৷ নিহত পুলিশ সদস্যদের মরদেহ ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে পরিবারের কাছে হস্তান্তর করা হবে৷ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়