শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩, ০২:৪৫ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২৩, ০২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিকরা তেলায়ে তুলায়ে জীবিকা আনে না, তাদের স্ট্রাগল সবাই বুঝবে না

 সৈয়দা সাজিয়া আফরিন

সৈয়দা সাজিয়া আফরিন: ‘ভাত পাই না স্বাধীনতা দিয়া কী করুম’Ñএ জাতীয় আনকন্সটিটিউশনাল কথা আমি জীবনে অজস্রবার শুনেছি নিম্নআয়ের মানুষের মুখে। অশিক্ষিতদের মুখে, এমনকি হতাশাগ্রস্ত শিক্ষিত বেকারের মুখেও। এরা সবাই অরাজনৈতিক। বিদ্যুতের দাম বাড়লে অশ্লীল শব্দে এক্সিস্টিং সরকারকে গালি দেয়। সে যে সরকারই হোক না কেন, বিএনপি বা আওয়ামী লীগ এবং এজন্যই চালের দাম ৩০ টাকা করা হবে এরকম রাজনৈতিক কমিটমেন্ট এখানে চলে। তারা সংবিধানসম্মত অথবা বহির্ভূত এই শিক্ষা তাদের নেই। যদি তা থাকতো তাহলে যেকোনো সরকার আরও বেশি বিপাকে পড়তো। শিক্ষিত জনগণ মৌলিক চাহিদা খুঁজতো, প্রিভিলেজ খুঁজতো। তারা অশিক্ষিত রাজনৈতিক অসচেত্ন সেইটাই এদেশের রাজনীতিকদের জন্য সুবিধা। ‘শান্তিনিকেতনী স্টাইল’ বলে একটা টার্ম ব্যরিস্টার সাহেব ব্যবহার করলেন। সেটার একটু ব্যাখ্যা পাইতে চাই। ব্যরিস্টার সাহেব বেশ সরকার পূজারি খুব সম্ভবত সুবিধাভোগীও। সেটাতে আপত্তি করছিও না। 

এই যে ব্যরিস্টার সাহেব জানেন না যে রিকশাওয়ালাদের আড্ডায় রাজনৈতিক আলোচনা কেমন হয়, তারা জানেন না নিম্নবিত্ত এবং নানাভাবে জীবনের সুবিধাবঞ্চিত মানুষ রাজনীতি সরকার এসবকে কী চোখে দেখে। শুধু পড়াশোনা হইলে হয় না, একটু জানাশোনাও থাকা লাগে। পক্ষে বলতে গেলেও একটু জেনেও বলতে হয়। তার ভাড়ামোর কারণে একজন সাংবাদিক এখন অপরাধীর মতো বন্দি। ব্যারিস্টার সাহেব আপনাকে একটু বুঝতে হবে, সাংবাদিকরা আপনার মতো তেলায়ে তুলায়ে জীবিকা আনে না। তারা করে খায়। যারা করে খায়, তাদের স্ট্রাগল আপনার মতো শুয়ে বসে, লাইভ করে জীবন চালানো মানুষ বুঝবে না। না বোঝারই কথা। লেখক: সম্পাদক, উইম্যানভয়েসবিডি.কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়