শিরোনাম

প্রকাশিত : ২২ মে, ২০২৪, ০৪:০৩ সকাল
আপডেট : ২২ মে, ২০২৪, ০৪:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিবর্তনবাদের অকাট্য প্রমাণ 

শামসুদ্দিন পেয়ারা 

শামসুদ্দিন পেয়ারা: প্রতিটি মানুষ হচ্ছে বিবর্তনবাদের এক একটি সুস্পষ্ট প্রমাণ। একজন মানুষ ভ্রূণ থেকে শুরু করে নবজাতক, হামাগুড়ি, শিশু, কিশোর, তরুণ, যুবক, প্রৌঢ়, বৃদ্ধ ও অথর্ব পর্যায় পেরিয়ে মৃতদেহে পরিণত হতে সময় নেয়  মাত্র ছয় থেকে সাত কিংবা বড়জোড় আট দশক। ডারউইন তো বলেছেন প্রাণিকূলের একটি থেকে আরেকটিতে বিবর্তিত হতে সময় লাগে লক্ষ লক্ষ বছর। আশি বছরে যদি একটি মানবদেহ ভ্রূণ থেকে লাশে পরিণত হতে পারে, তা হলে আশি মিলিয়ন বছরে একটা বানর কেন গাছের ডাল থেকে নেমে নিজের লেজটা কেটে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, ডাক্তার ইঞ্জিনিয়ার সাহিত্যিক কর্ণেল-ব্রিগেডিয়ার প্রফেসর সাংবাদিক পলিটিশিয়ান হয়ে নিজের কেনা বা বানানো এক বা একাধিক এপার্টমেন্টে বসবাস শুরু করত পারবে না - সেটা কিছুতেই আমার বোধগম্য নয়! বিবর্তনবাদ অবশ্যই সত্য। লেখক: মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়