শিরোনাম
◈ ডলার সংকট–রাজনৈতিক অনিশ্চয়তায় বিদেশি-প্রবাসীদের শেয়ারবাজার বিমুখতা ◈ ভারতীয় ক্রিকেট বো‌র্ডের ক‌্যাশবা‌ক্সে ৫ বছরে ১৫ হাজার কো‌টি টাকা  জমা  ◈ আ'তঙ্কে কাঁপছে ভারত, সেনাপ্রধানের সরল স্বীকারোক্তি! (ভিডিও) ◈ এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ◈ ভারত আমাদের প্রয়োজন নেই, বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি চাই: ন্যাটোর অস্ট্রিয়া বিভাগের চেয়ারম্যান গুনথার ◈ ওবায়দুল কাদের কোনঠাসা, শেখ হা‌সিনার কা‌ছে গুরুত্ব পা‌চ্ছেন যে তিন নেতা‌! ◈ ৮০ দেশে চীনা হ্যাকারদের হামলা, সব মার্কিন নাগরিকের তথ্য চীনের হাতে! (ভিডিও) ◈ বিশ্বকাপ বাছাই, পৃথক ম‌্যা‌চে বড় জয় স্পেন ও জার্মানির ◈ বিশ্বের শীর্ষ ৫ ধনী ব্যক্তি ও তাদের শিক্ষাগত যোগ্যতা! ◈ গঙ্গার পানি চুক্তি নিয়ে মঙ্গলবার দিল্লিতে আলোচনায় বসতে যাচ্ছেন বাংলাদেশ ও ভারত

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৩, ০১:০২ রাত
আপডেট : ৩০ অক্টোবর, ২০২৩, ০১:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংসদে 'বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বিল, ২০২৩' পাস

মনিরুল ইসলাম: [২] জাতীয় সংসদে  'বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বিল- ২০২৩  পাস হয়েছে। সনদবিহীন চলচ্চিত্র দেখানোর সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা বা উভয়দণ্ড নির্ধারণের বিধান রেখে এই বিলটি পাস হয়।

[৩] রোববার (২৯ অক্টোবর)  রাতে জাতীয় সংসদে বিলটি পাসের জন্য তোলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিলের ওপর আনা বিরোধীদলের সংসদ সদস্যদের জনমত যাচাই-বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে বিলটি কণ্ঠভোটে পাস হয়।

[৪] বিল পাসের আলোচনায় অংশ নিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, হল কমে গিয়ে ৬০টিতে নেমে গিয়েছিল। সেখান থেকে বৃদ্ধি পেয়ে ২০০টার বেশি স্ক্রিনে বৃদ্ধি পেয়েছে। বঙ্গবন্ধুর বায়োপিক মুজিব একটি জাতির নাম ২০০ টি স্ক্রিনে বাংলাদেশে মুক্তি পেয়েছে। এর বাইরেও স্ক্রিন বাংলাদেশে ছিল। অর্থাৎ হল বৃদ্ধি পেয়েছে। ক্রামাগত বাড়ছে। আমাদের দেশেও সিনেপ্লেক্স বৃদ্ধি পাচ্ছে।

[৫] অনুদানের ছবি নিয়ে জাতীয় পার্টির পীর ফজলুর রহমানের তথ্য পুরোপুরি সঠিক নয় বলে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, অনুদানের নীতিমালা মানা হয়। গত পৌনে পাঁচ বছরে প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দেওয়ার পর অতীতে যারা অনুদানের টাকা নিয়ে সিনেমা বানায়নি তাদের অনেকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এরপর মামলা কেন করা হয়েছে বলেও বিবৃতি দিয়েছেন। বর্তমানে অনুদানের অনেক ছবি বক্সঅফিস হিট হয় বলেও জানান মন্ত্রী।

[৬] এদিকে, বিলের আলোচনায় সরকারি অনুদানের সিনেমার বিষয়ে জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান বলেন, সরকারি অনুদানে চলচ্চিত্র নির্মাণে অনুদান নেওয়ার পর সে চলচ্চিত্র নির্মাণ করা হয় না। 

[৭] তিনি একটি তথ্য তুলে ধরে বলেন, গত ১০ বছরে ৭৪টি সিনেমার জন্য অনুদান নেওয়া হয়। এর মধ্যে ৪৯টি সিনেমার কোনো খবর নেই। ১৯৭৬-৭৭ থেকে চলচ্চিত্রে অনুদান প্রথা চালু হয়েছিল, এ পর্যন্ত ১৪১টি সিনেমার অনুদান দেওয়া হয়েছে। এর মধ্যে অর্ধশতাধিক সিনেমা আলোর মুখ দেখেনি।

[৮] তিনি বলেন, চলচ্চিত্রের অনুদান নীতিমালায় আছে প্রথম চেকপ্রাপ্তির নয় মাসের মধ্যে ছবির কাজ শেষ করতে হবে। মন্ত্রী সঠিক মানুষের কাছে অনুদান দিচ্ছেন কি না। ১০ বছরেও ৪৯টি সিনেমা আসলো না। জনগণের টাকা নিয়ে সিনেমা বানালো না, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিলেন? কিন্তু সরকার অনুদান দিয়েই যাচ্ছেন।

[৯] জাতীয় পার্টির আরেক সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ বলেন, সিনেমা হল সব বন্ধ হয়ে যাচ্ছে। সব সিনেমা হল এ মেশিনের (মোবাইল) মধ্যে। সিনেমা হলে যাবে কে? আগে এফডিসি জমজমাট ছিল, এখন কেউ যায় না। আমার এলাকায় সিনেমা হল বন্ধ হয়ে মার্কেট হয়ে গেছে।

[১০] বিলে বলা হয়েছে, সার্টিফিকেশনবিহীন বা বোর্ডের দেওয়া মূল্যায়ন প্রতীক দেখা যায় না এমন কোনো চলচ্চিত্র কোনো স্থানে দেখানো হলে বা দেখানোর প্ররোচনা বা সহায়তা করলে তা হবে অপরাধ। এর সাজা হবে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা বা উভয়দণ্ড।

[১১] বিলে আরও  বলা হয়েছে, বাংলাদেশে নির্মিত চলচ্চিত্র, আমদানি করা বিদেশি চলচ্চিত্র, বাংলাদেশি কোনো ব্যক্তি কর্তৃক দেশে বা বিদেশে নির্মিত এবং যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র জনসাধারণের মধ্যে প্রদর্শনের উদ্দেশ্যে পরীক্ষণ ও সার্টিফিকেশন দেওয়ার জন্য বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড নামে একটি বোরর্ড গঠন করবে সরকার। তথ্যসচিব হবেন ১৪ সদস্যের এই বোর্ডের চেয়ারম্যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়