শিরোনাম
◈ জামায়াত আমিরের ‘রহস্যময়’ পোস্ট! ◈ বাংলাদেশকে যে সুখবর দিয়েছে কুয়েত সরকার ◈ ১৩তম সংসদ নির্বাচন: বিএনপির দাবির পর পোস্টাল ব্যালটের নকশা বদলাচ্ছে নির্বাচন কমিশন ◈ নির্বাচনি ইশতেহার: প্রতিশ্রুতির কাগজ, নাকি জবাবদিহিতার হাতিয়ার? ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই‌য়ে সিলেট টাইটান্স‌কে হারিয়ে ‌বি‌পিএ‌লের কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্স ◈ মির্জা ফখরুলকে দেখেই দাঁড়িয়ে সম্মান জানালেন তারেক রহমান (ভিডিও) ◈ ১০ দলীয় জোটে ভাঙন: ইসলামী আন্দোলন সরে দাঁড়ানোয় ৪৭ আসনে সমঝোতার নতুন হিসাব ◈ শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকের বৈঠক নিয়ে মুখ খুলল ভারত ◈ বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে: আসিফ নজরুল ◈ নির্বাচনের আগে আইনশৃঙ্খলার তৎপরতা পর্যাপ্ত নয়: আসিফ মাহমুদ

প্রকাশিত : ০৩ জুন, ২০২৩, ০৫:৪৩ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৩, ০৯:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কে ভিসা দেবে না, কে স্যাংশন দেবে, ভেবে লাভ নেই: প্রধানমন্ত্রী

সালেহ্ বিপ্লব: কোনো দেশের নাম উল্লেখ না করেই প্রধানমন্ত্রী বলেন, তাদের দেশে যেতে দীর্ঘ সময় লাগে। সে দেশে যাওয়ার চেয়ে না যাওয়া ভালো। অন্যদেশের সঙ্গে বন্ধুত্ব করবো। শনিবার বিকেলে তেজগাঁও এলাকায় ঢাকা জেলা আওয়ামী লীগের নতুন কার্যালয় ভবন উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। সূত্র: বিটিভি লাইভ

তিনি বলেন, ইউক্রেন যুদ্ধের কারণে জ¦ালানি আমদানি কঠিন হয়ে পড়েছে। তাই লোডশেডিং বাড়ছে। 

বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, তারা ভোটচুরি করে বলেই অন্যদের চোর মনে করে। 

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন হয়। ২১ বছর পর আমরা সরকার গঠন করতে পেরেছি। মানুষের স্বার্থে আওয়ামী লীগের এই সংগঠন গড়ে উঠেছে। তাই কেউ চাইলেই এই সংগঠন সহজে ভাঙতে পারবে না। 

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা জেলা সভাপতি বেনজির আহমেদ ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 

এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এবং প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়