মাসুদ আলম : মঙ্গলবার নৌ পুলিশ হেডকোয়াটার্স আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভায় নৌ-পুলিশ প্রধান অতিরিক্ত আইজি মো. শফিকুল ইসলাম বলেন, আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য ইউনিটের পাশাপাশি তৎপর থাকবে নৌ পুলিশ। পূজামণ্ডপে দায়িত্ব পালনের পাশাপাশি প্রতিমা বিসর্জনের দিনেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে নৌ পুলিশের।
তিনি আরও বলেন, নৌ পুলিশের অধিক্ষেত্রে নদীকেন্দ্রিক ৭৭টি গুরুত্বপূর্ণ প্রতিমা বিসর্জন ঘাট ও ৭৯২টি পূজামণ্ডপে নৌ পুলিশ দায়িত্ব পালন করবে। প্রতিমা বিসর্জনের দিনেও নৌ পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
শফিকুল ইসলাম বলেন, প্রতিমা বিসর্জনের দিন বিকেল তিনটা থেকে যেন বড় নৌযান চলাচল করতে না পারে এবং করলেও যেন নিরাপত্তা বেষ্টনীর মধ্যে চলাচল করে সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে। এছাড়া নৌ পুলিশের পক্ষ থেকেও এ বিষয়ে যথেষ্ট নিরাপত্তা থাকবে।
নৌ পুলিশের প্রধান আরও বলেন, বিসর্জনের পর প্রতিমায় থাকা মূল্যবান কাপড় ও অলংকার যাতে চুরি না হয় সেদিকেও নজর রাখা হবে ।