শিরোনাম
◈ কড়াইলের ভয়াবহ আগুনে নিঃস্ব পরিবারগুলোকে সহায়তার আশ্বাস প্রধান উপদেষ্টার ◈ আমি বাংলাদেশিদের মতো কথা বলছি, ক্ষমতা থাকলে গ্রেপ্তার করুন, ভারতবর্ষ নাড়িয়ে দেবো ◈ বাংলা‌দেশও পা‌রে সাফ‌ল্যের স‌ঙ্গে বিশ্বকাপ আ‌য়োজন কর‌তে, প্রমাণ কর‌লো কাবা‌ডি ফেডা‌রেশন ◈ শব্দ দূষণ বন্ধে সরকার কঠোর: নীরব এলাকায় নির্বাচনি মাইক সম্পূর্ণ নিষিদ্ধ ◈ লাইভস্ট্রিমে সাহায্য চাওয়া নিয়ে দুবাই রাজপরিবারের সদস্যের সাবেক স্ত্রীর গ্রেপ্তার আশঙ্কা ◈ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে হেসে খেলে হারা‌লো চেলসি ◈ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান মুখোমুখি ১৫ ফেব্রুয়ারি ◈ কিছুতেই থামছে না গণপিটুনি, মৃত্যুতে বাড়ছে উদ্বেগ! ◈ ২০৩০ সালের কমনওয়েলথ গেমস ভারতেই? বুধবার ঘোষণা হ‌বে আ‌য়োজ‌কের নাম ◈ অগ্রণী ব‌্যাং‌কের ভ‌ল্টে শেখ হাসিনার ৮৩২ ভরি স্বর্ণালংকার 

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫, ১০:০৫ দুপুর
আপডেট : ২৬ নভেম্বর, ২০২৫, ১১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যক্তিগত বিনিয়োগে সঞ্চয়পত্রের সর্বোচ্চ সীমা কত?

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের বিভিন্ন স্কিম এখনো দেশের সাধারণ সঞ্চয়কারীর জন্য সবচেয়ে নিরাপদ ও লাভজনক বিনিয়োগ হিসেবে বিবেচিত হচ্ছে। বর্তমানে চার ধরনের সঞ্চয়পত্র চালু রয়েছে— পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র এবং তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র। এর মধ্যে পরিবার সঞ্চয়পত্র ছাড়া বাকি তিন স্কিমে ব্যক্তি ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান বিনিয়োগ করতে পারে।

অধিদপ্তরের ওয়েবসাইট nationalsavings.portal.gov.bd–এ প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রতিটি স্কিমে আলাদাভাবে সর্বোচ্চ কত টাকা বিনিয়োগ করা যায় তা জানানো হলো।

পরিবার সঞ্চয়পত্র

* সর্বোচ্চ ৪৫ লাখ টাকা পর্যন্ত কেনা যায়।
* মূলত প্রাপ্তবয়স্ক নারীরা এই সঞ্চয়পত্র কিনতে পারেন।
* তবে শারীরিক প্রতিবন্ধী নারী–পুরুষ এবং ৬৫ বছর বা তার বেশি বয়সী যেকোনো বাংলাদেশি নাগরিকও কিনতে পারবেন।
* মূল্যমান রয়েছে ১০ হাজার থেকে ১০ লাখ টাকা পর্যন্ত।

পেনশনার সঞ্চয়পত্র

  • একক নামে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত কেনা যায়— যা সব সঞ্চয়পত্রের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ
  • সীমা।
  • ক্রয় করতে পারবেন
  • অবসরপ্রাপ্ত সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত/আধা স্বায়ত্তশাসিত কর্মচারী
  • সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি
  • সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য
  •  মৃত চাকরিজীবীর পারিবারিক পেনশনভোগী স্বামী–স্ত্রী বা সন্তান
  • মূল্যমান রয়েছে ৫০ হাজার থেকে ৫০ লাখ টাকা।

পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র

* সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত কেনা যায়।
* মূল্যমান শুরু ১০ টাকা থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত।

তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র

* সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত কেনা যায়।
* মূল্যমান ১ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত।

সর্বমোট বিনিয়োগসীমা

কোনো ব্যক্তি যদি শুধু একটি স্কিমে বিনিয়োগ করতে চান, সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কেনা সম্ভব (পেনশনার সঞ্চয়পত্র)।

পরিবার সঞ্চয়পত্র

* সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে: ১১.৯৩%
* সাড়ে ৭ লাখ টাকার বেশি হলে: ১১.৮০%

পেনশনার সঞ্চয়পত্র

* সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে: ১১.৯৮%
* সাড়ে ৭ লাখ টাকার বেশি হলে: ১১.৮০%
সব সঞ্চয়পত্রের মধ্যে এটি সর্বোচ্চ মুনাফা দেয়।

পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র

* সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে: ১১.৮৩%
* সাড়ে ৭ লাখ টাকার বেশি হলে: ১১.৮০%

তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র

* সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে: ১১.৮২%
* সাড়ে ৭ লাখ টাকার বেশি হলে: ১১.৭৭%

মেয়াদপূর্তির আগে সঞ্চয়পত্র ভাঙলে মুনাফা কমে যায়, তাই জরুরি প্রয়োজন ছাড়া আগে ভাঙানো ঠিক নয়।

জাতীয় সঞ্চয় ব্যুরো, বাংলাদেশ ব্যাংকের শাখা, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ও ডাকঘর— এসব কেন্দ্র থেকে সঞ্চয়পত্র ক্রয়–বিক্রয় করা যায়।

অনলাইনে বিনিয়োগ তথ্য সংগ্রহ

বিনিয়োগকারী তার সঞ্চয়পত্র সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য অনলাইনেই ডাউনলোড করতে পারেন:
[https://nsd.finance.gov.bd/selfreport](https://nsd.finance.gov.bd/selfreport)

সূত্র: জনকণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়