শিরোনাম
◈ সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোতে বড় পরিবর্তনের আভাস ◈ দেশের ইতিহাসে সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামে স্বর্ণ, ভরি কত? ◈ নৌবাহিনীর ১৭ যুদ্ধজাহাজ মোতায়েন মা ইলিশ রক্ষায় ◈ বাংলাদেশ মানবপাচার-বিরোধী পদক্ষেপ জোরদার করেছে: মার্কিন টিআইপি রিপোর্ট ◈ বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় চীন : শি জিনপিং ◈ মার্শের সেঞ্চুরি, নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া ◈ এন‌সিএল, ৩ বলে ৩ উইকেট হারা‌নোর প‌রেও জিত‌লো রাজশাহী  ◈ সউদী রাষ্ট্রদূতের প্রেমে পড়ে বিপর্যস্ত সাবেক ‘মিস আর্থ বাংলাদেশ’ মেঘনা আলমের: ইন্ডিপেন্ডেন্ট ইউকের প্রতিবেদন ◈ কয়েকজন উপদেষ্টা প্রতারণা করেছে: নাহিদ ইসলাম ◈ বাংলাদেশ-চীনের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে : প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৫, ০১:২১ দুপুর
আপডেট : ০৪ অক্টোবর, ২০২৫, ১০:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুলাই আন্দোলনে হত্যাচেষ্টা মামলা

২৬২ ভুয়া আসামি নিয়ে বিপাকে বাদী, ৫৭ জনের নাম দিলেও আদালতে করা আবেদনে ৩১৯

সহযোগীদের খবর: জুলাই আন্দোলনে হামলা-সহিংসতার এক বছর পর ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হত্যাচেষ্টা মামলার আবেদন করেছেন মো. নূর আলম সাকিব (২১) নামের এক যুবক। নিজেকে জুলাই যোদ্ধা ও ভুক্তভোগী দাবি করে আইনজীবীর মাধ্যমে সম্প্রতি আবেদনটি করেন। তবে সাকিব আসামি হিসাবে ৫৭ জনের নাম দিলেও আদালতে মামলার আবেদনে ৩১৯ জনের নাম দেখে হতবাক তিনি। এর বেশির ভাগই ব্যবসায়ী ও অরাজনৈতিক লোক। কীভাবে তাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে তা জানেন না বাদী। সূত্র: দৈনিক যুগান্তর

জানতে চাইলে বাদী নূর আলম সাকিব যুগান্তরকে বলেন, ‘আমি একজন অ্যাডভোকেটের কাছে ৫৭ জনের নাম দিই আসামি হিসাবে। এর পরে দেখি মামলার আবেদনে ৩১৯ জনের নাম দেওয়া হয়েছে। অতিরিক্ত নামগুলো কাটার জন্য অনেক দিন দৌড়াইছি-কিন্তু কাটাতে পারি নাই। এখন আমি এই মামলাই করতে চাই না।’ কোন অ্যাডভোকেট নামগুলো ঢোকালেন জানতে চাইলে তিনি বলতে অপারগতা প্রকাশ করেন।

নিজেকে উত্তরার একটি ইউনিভার্সিটির শিক্ষার্থী দাবি করলেও ওই ইউনিভার্সিটির নাম বলতে রাজি হননি নূর আলম সাকিব। আদালতে করা মামলার আবেদন সূত্রে জানা যায়, সাকিবের বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায়। তার বাবার নাম মো. শাহ আলম। বর্তমানে থাকেন রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন ইসিবি এলাকায়।

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের হামলার শিকার হয়েছেন দাবি করে চলতি বছরের ১ জুলাই ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি নালিশি আবেদন করেন সাকিব (ক্যান্টনমেন্ট আমলি আদালত, সি.আর মামলা নম্বর-৩৫৮/২৫)। ওই আবেদনে ৩১৯ জনকে আসামি করা হয়েছে। মামলার আবেদনে এক নম্বর আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এছাড়া আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, ব্যবসায়ী ও পুলিশের উচ্চপর্যায়ের অনেকেই আছেন আসামির তালিকায়।

আবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২০ জুলাই দুপুরে ছাত্র-জনতাকে প্রতিহত করার জন্য আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ১০০ থেকে ২০০ জনের একটি বিশাল মিছিল নিয়ে আসে। মিছিলকারীদের হাতে ছিল দেশি-বিদেশি অস্ত্র। তারা মিছিল নিয়ে এসে ক্যান্টনমেন্ট থানাধীন ইসিবি চত্বরে বাদী নূর আলম সাকিবসহ পাঁচ-ছয়জনের ওপর হামলা চালায়। হামলাকারীদের হাতে থাকা লোহার রড, পাইপসহ দেশি অস্ত্র দিয়ে বেধড়ক পেটায় সাকিবসহ অন্যদের। একপর্যায়ে সাকিবকে ঝাপটে ধরে হামলাকারীরা চিৎকার করতে থাকে, ‘জামায়াত, বিএনপি সন্ত্রাসীদেরকে ধরে ফেলেছি’। ওই সময় কাছাকাছি থাকা পুলিশকে ডেকে এনে বলে ‘এরা জামায়াত, বিএনপির নাশকতাকারী।’ পুলিশ সাকিবসহ ভুক্তভোগীদের দিকে লক্ষ্য করে রাবার বুলেট ছুড়তে থাকে। তখন রাবার বুলেট বিদ্ধ হয়ে সাকিব জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। সাকিবের মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত আহত এবং অজ্ঞান অবস্থায় ফেলে রেখে চলে যায় তারা। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেন। দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় বাসায় থাকেন সাকিব। পরে গত ১৩ সেপ্টেম্বর ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার অপারেশন হয় এবং মাথা থেকে গুলি বের করা হয়।

আদালত আবেদনটি আমলে নিয়ে গত ২৪ জুলাই ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন এ সংক্রান্তে কোনো মামলা আগে রেকর্ড হয়েছে কিনা। প্রতিবেদনটি পরবর্তী ত্রিশ কার্যদিবসের মধ্যে আদালতে জমার নির্দেশ দেওয়া হয়। ক্যান্টনমেন্ট থানার ওসি একেএম আলমগীর জাহান যুগান্তরকে বলেন, ‘আদালতের নির্দেশ পেয়ে এসআই শফিকুল ইসলামকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। তিনি তদন্ত শেষে রিপোর্ট জমা দিয়েছেন। তবে এখনো মামলা রেকর্ড করার বিষয়ে আমাদের কাছে কোনো নির্দেশনা আসেনি। আদালত চাইলে পিবিআই বা ডিবিকে দিয়েও অনুসন্ধান চালাতে পারেন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়