শিরোনাম
◈ ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ ঘিরে কঠোর অবস্থানে সরকার, সন্ত্রাসীদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ চাঁদাবাজ ও লু‌টেরা‌দের সঙ্গে জোট করে নির্বাচনের চেয়ে মরে যাওয়া অনেক ভালো: হাসনাত আবদুল্লাহ   ◈ পরমাণু অস্ত্র নয়, ইরানের বৈজ্ঞানিক অগ্রগতি দে‌খে পশ্চিমাদের য‌তো উদ্বেগ ◈ ‌দি‌ল্লির জওহরলাল নেহরু স্টেডিয়াম ভেঙে তৈ‌রি হ‌চ্ছে অত‌্যাধু‌নিক স্পোর্টস সি‌টি ◈ লাল কেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণ: সন্দেহভাজন হামলাকারীর প্রথম চিত্র প্রকাশ ◈ হাসিনার ন্যায়বিচার নিয়ে ‘শঙ্কা’, জাতিসংঘে ২ ব্রিটিশ আইনজীবীর ‘জরুরি আবেদন’ ◈ লালকেল্লা বিস্ফোরণের পর পাকিস্তান, বাংলাদেশ ও নেপাল সীমান্তে সর্বোচ্চ ভারতের সতর্কতা জারি ◈ বিশ্বকাপের নিয়মে একাধিক বদল আনতে চাইছে ফিফা ◈ সংসদ নির্বাচনে প্রচারণায় পোস্টার ও ড্রোন ব্যবহার নিষিদ্ধ ◈ আইপিএল ২০২৬-এর নিলাম হ‌বে আবুধা‌বি‌তে 

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০৮ দুপুর
আপডেট : ১০ নভেম্বর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূমি নামজারিতে ‘স্মার্ট মিউটেশন’ সিস্টেম চালু, জানুন নতুন নিয়ম

বাংলাদেশে দীর্ঘদিনের সমস্যার অন্যতম একটি হলো ভূমি নামজারি। তবে ভূমি মন্ত্রণালয় এবার এই সমস্যার স্থায়ী সমাধান হিসেবে ‘স্মার্ট মিউটেশন’ বা দ্বিতীয় প্রজন্মের নামজারি ব্যবস্থাপনা চালু করেছে।

নতুন এই ব্যবস্থায় তিন ধরনের দলিলধারী ব্যক্তি স্বয়ংক্রিয়ভাবে তাদের জমি নামজারি করতে সক্ষম হবেন। সাবকলা (বিক্রয় কবলা), হেবা দলিল এবং বন্টননামা (বাটোয়ারা) দলিলের মালিকরা এখন থেকে এই স্মার্ট মিউটেশন সিস্টেমের মাধ্যমে জমি নামজারি করতে পারবেন।

স্মার্ট মিউটেশনের মূল সুবিধা হলো দলিল এবং নামজারি একসাথে সম্পন্ন হওয়া। জমি ক্রয় করার সময় ক্রেতা উপজেলা সাব-রেজিস্টার কার্যালয়ে আবেদন করলে একই সময়ে দলিল তৈরি ও নামজারি কার্যক্রম সম্পন্ন হবে। এতে দুষ্কৃতিকারী বা প্রতারণাকারীরা ভুয়া মালিক সেজে জমি বিক্রয় করার সুযোগ পাবেন না।

নতুন ব্যবস্থায় আবেদনকারীকে অবশ্যই প্রয়োজনীয় দলিল, যেমন ক্রয়-বিক্রয় দলিলের কপি, সর্বশেষ খতিয়ান, খাজনা প্রদান সংক্রান্ত দলিল, ভোটার আইডি ও পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। এই সমস্ত প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হলে নামজারি আবেদন বাতিল হওয়ার কোনো আশঙ্কা থাকবে না।

বর্তমানে স্মার্ট মিউটেশন ব্যবস্থা দেশের ২১টি সাব-রেজিস্টার কার্যালয়ে চালু হয়েছে এবং ধাপে ধাপে অন্যান্য উপজেলাগুলোতেও এটি সম্প্রসারিত হবে। মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, আবেদনকারী সব নথিপত্র ঠিক থাকলে ২৮ কার্যদিবসের মধ্যে নামজারি প্রদান করা হবে।

স্মার্ট মিউটেশন সিস্টেম কার্যকর হওয়ায় বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং নিরাপত্তা আরও বৃদ্ধি পাবে এবং ভূমি মালিকদের জন্য নামজারি প্রক্রিয়ার ঝামেলা কমবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়