শিরোনাম
◈ নতুন করে বাড়ছে করোনা-আতঙ্ক: বিশেষ ঝুঁকিতে জটিল রোগে আক্রান্তরা ◈ নির্বাচনের সময় যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ ইসরায়েলের প্রতিশ্রুতি ভঙ্গের ইঙ্গিত লেখা ছিল কুরআনে (ভিডিও) ◈ মাছ কেটে প্রতি মাসে অর্ধ কোটি টাকা উপার্জন করেন কুমিল্লা নগরীর শতাধিক মাছকাটা শ্রমিক! ◈ ড. ইউনূস-তারেক রহমানের বৈঠকের পর রাজনীতিতে স্বস্তির ইঙ্গিত: সৈয়দা রিজওয়ানা হাসান ◈ নজিরবিহীন সতর্কতা জারি: ইরানি নাগরিকদের যা বলছে ইসরায়েল ◈ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি চলছে: সিইসি ◈ যে ইরানি ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করছেন! ◈ ঈদের বিরতির পর নগর ভবনে ফের ইশরাক ◈ চীনে কারখানায় রোবটের হামলায় আতঙ্ক, ভিডিও ভাইরাল

প্রকাশিত : ১০ জুন, ২০২৫, ০৭:১৮ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লন্ডনে ড. ইউনূসের একাধিক বৈঠক: বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারে তৎপরতা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ (মঙ্গলবার) যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিচ্ছেন। এদিন দুপুর ১২টায় লন্ডনের একটি হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এয়ারবাসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়ার্শ।

বৈঠকে উড়োজাহাজ প্রযুক্তি, সম্ভাব্য বিনিয়োগ এবং দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বৈঠকে দুই পক্ষই ভবিষ্যতে এভিয়েশন খাতে প্রযুক্তিগত অগ্রগতি ও অংশীদারিত্ব নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করে।

এর আগে, প্রধান উপদেষ্টা দুপুর ১২টা ৩০ মিনিটে মেনজিস অ্যাভিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশ নেন। সেখানে বিমানবন্দরে যাত্রীসেবা, নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়ন এবং অপারেশনাল কার্যক্রমের উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

বিকেল ২টায় তিনি অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (APPG) সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন, যা রাজনৈতিক ঐকমত্য ও আন্তর্জাতিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে কমনওয়েলথ সেক্রেটারি জেনারেলের সঙ্গে তার আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা, টেকসই উন্নয়ন ও অভিন্ন কৌশলগত লক্ষ্য নিয়ে আলোচনা হবে।

প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, এসব বৈঠকের মূল উদ্দেশ্য হলো বৈশ্বিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করা এবং আন্তর্জাতিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়