শিরোনাম
◈ সুইস ব্যাংকে বাংলাদেশি আমানতের রেকর্ড: কারা পাচার করল, কীভাবে করল? ◈ যুদ্ধের মুখে ইসরায়েলের নাগরিকদের সুরক্ষা রাখে ‘মামাদ’ কৌশল ◈ গাজায় ‘মানবসৃষ্ট খরা’তে শিশুরা তৃষ্ণায় মৃত্যুর ঝুঁকিতে: ইউনিসেফের সতর্কবার্তা ◈ বাংলাদেশের এক বিভাগের চেয়েও ছোট আয়তনের ইসরায়েলের জনসংখ্যা কত? ◈ সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার ডিবি হেফাজতে, বেইলি রোড থেকে আটক ◈ এই ইসরায়েল হাসপাতালে ক্ষতির অভিযোগ করেছে, অথচ তারা গাজায় ৭০০ হাসপাতালে হামলা করেছে: এরদোয়ান ◈ তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রস্তুতি চলছে, শিগগিরই ফিরবেন: আমীর খসরু ◈ জাতিসংঘ মহাসচিবের হুঁশিয়ারি: সংঘাত ছড়িয়ে পড়লে এমন আগুন জ্বলবে, যা কেউ থামাতে পারবে না ◈ আইআরজিসির কাছে যুদ্ধকালীন ক্ষমতা হস্তান্তর করেছেন খামেনি ◈ বাস-মাহিন্দ্রা সংঘর্ষে ময়মনসিংহে নিহত ৬

প্রকাশিত : ১৫ মে, ২০২৫, ১১:৫৬ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : মাসুদ আলম

‘অগ্নি দুর্ঘটনায় মোকাবেলায় ফায়ার সার্ভিসকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়’

নিজস্ব প্রতিবেদক : ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার বলেন, অগ্নিকাণ্ডে, দুর্ঘটনাসহ যেকোনো দুর্যোগ মুহুর্তে অনেক ঝুঁকি নিয়ে করে থাকে ফায়ার সার্ভিসের কর্মীরা। এরপরও ট্রাফিক অবস্থা ও মবের মতো অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। ফায়ার সার্ভিসের চ্যালেঞ্জগুলো তুলে ধরতে গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার ফায়ার সার্ভিস সদর দপ্তরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর সদস্যদের নিয়ে অগ্নিনির্বাপণ, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমাদের এই স্টেশনটি অত্যন্ত একটিভ। দুই এক দিন পর পরে কিন্তু অগ্নি দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের যেতে হয়। অগ্নি দুর্ঘটনার খবর পাওয়া সঙ্গে সঙ্গে এই ভাইরাস স্টেশন কত তড়িৎ গতিতে সাড়া দেন ও অগ্নি দুর্ঘটনাস্থলে ছুটে যান চাইলে যে কোন গণমাধ্যম তা নিয়ে ডকুমেন্টারি তৈরি করতে পারেন। এটা এ কারণেই প্রচার হওয়া দরকার, কারণ এতে জনগণ বুঝতে পারবেন যে, কোনো দুর্ঘটনায় ফায়ার সার্ভিসর ফাইটার কত অল্প সময় নিয়ে সাড়া দেন।

আগুন-বা দুর্ঘটনায় একটি ফায়ার স্টেশন থেকে আর ফাইটাররা যখন মুভ করেন তখন বেশ কিছু প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় উল্লেখ করে তিনি বলেন, সড়কের ট্রাফিক অবস্থা একটা সমস্যা। কখনো কখনো অগ্নি দুর্ঘটনাস্থলে পৌছার পর মবের মুখোমুখি হতে হয়। বিষয়টি তুলে ধরার জন্য যেকো না গণমাধ্যম বা সাংবাদিক চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে অনুসন্ধানী প্রতিবেদন বা ডকুমেন্টারি তৈরি করতে পারেন আমরা সেই সুযোগটি করে দিতে চাই। তাতে করে জনগণ বুঝতে পারবে ফায়ার সার্ভিস আসলে কতটা অ্যাকটিভ ও কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হয়। 
দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় অর্জিত জ্ঞান সাংবাদিকরা পেশাগত কাজে লাগাতে পারবেন উল্লেখ করে তিনি বলেন, ফায়ার সার্ভিস ও সাংবাদিকরা যেকোনো অগ্নি দুর্ঘটনা মোকাবেলায় একসঙ্গে কাজ করতে পারবো। 

ফায়ার সার্ভিসের সহায়তায় অনুষ্ঠিত দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের ৪৫ জন সদস্য অংশ নেন। কর্মশালায় হাতে-কলমে অগ্নিদুর্যোগ মোকাবেলা, ভূমিকম্পে সাবধানতা ও করণীয়, অগ্নিকাণ্ড বন্যা ও পাহাড় ধ্বসের মতো ঘটনায় মাঠ পর্যায়ের রিপোর্টিংয়ের ক্ষেত্রে সাংবাদিকদের করণীয় সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। 

এর আগে বুধবার সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের নিয়ে অগ্নিনির্বাপণ, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ফায়ার সার্ভিস মহাপরিচালক(ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। উপস্থিত ছিলেন ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল এবং সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্সহ ক্র্যাব নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়