শিরোনাম
◈ ভূমি কর্মকর্তাদের জন্য হাসনাত আব্দুল্লাহর সতর্কবার্তা! ◈ ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে সারেতে সাকিবের অভিষেক ◈ যাত্রীর লাগেজ থেকে ৬ হাজার ৮০০ ইউরো চুরি, বাংলাদেশ বিমানের ৫ কর্মী আটক ◈ রাষ্ট্রপতির ‘সেকেন্ড হোম’ নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা ◈ চট্টগ্রামে প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধ ◈ দল করলে নেতাদের কথামতো কাজ করতে হয় : ‘আলো আসবেই’ গ্রুপের অ্যাডমিন তুষ্টি ◈ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্র দেওয়ার পরিবর্তে যে কুপ্রস্তাব পান অভিনেত্রী নয়নতারা ! ◈ সাবেক ছাত্রলীগ নেতা মাসুদের মৃত্যু নিয়ে ব্যাপক সমালোচনা ◈ আ. লীগের তিন নেতা তিন দেশে ◈ তেজগাঁওয়ে কারিগরি শিক্ষার্থীদের ছয় দফা দাবিতে সড়ক অবরোধ, বিভিন্ন রাস্তায় তীব্র যানজট

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৪, ১২:৫২ রাত
আপডেট : ০৩ আগস্ট, ২০২৪, ০৫:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারাদেশে ৭৮ জন এইচএসসি পরীক্ষার্থীর জামিন, কারামুক্ত ৩৫

সালেহ্ বিপ্লব, সঞ্চয় বিশ্বাস: [২] জামিন আদেশের পর শুক্রবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান ৩৫ পরীক্ষার্থী। অন্যরাও আজ রাজধানীসহ বিভিন্ন জেলার কারাগার থেকে মুক্তি পাবেন।

[৩] আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের বিশেষ উদ্যোগে শুক্রবার  সাপ্তাহিক ছুটির দিনেও আদালত বসেছিলো। এরমধ্যে ঢাকা বিভাগের ৫৫ জন, চট্টগ্রাম বিভাগের ১৪ জন, খুলনা বিভাগে ৬, রংপুর বিভাগে ৩ জন এইচএসসি পরীক্ষার্থী জামিন পেয়েছেন।

[৪] কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান সহিংসতা ও নাশকতামূলক ঘটনার পরিপ্রেক্ষিতে রুজু হওয়া মামলায় গ্রেপ্তারকৃত এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার কথা বিবেচনায় করে আইনমন্ত্রী তাদের জামিনের বিশেষ উদ্যোগ নেন।

[৫] আইনমন্ত্রী আনিসুল হক বলেন, কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় কোন নিরপরাধ ব্যক্তিকে যাতে কারাগারে যেতে না হয় সে বিষয়ে সরকার ব্যবস্থা নিয়েছে। বিচার বিভাগ স্বাধীন কিন্তু প্রসিকিউশন টিম আইন মন্ত্রণালয়ের অধীনে। তাই যারা সহিংসতার ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয়, যারা এইচএসসি পরীক্ষার্থী, যারা মাইনর তাদেরকে জামিন দেওয়ার ব্যাপারে উদ্যোগী হওয়ার জন্য প্রসিকিউশনকে নির্দেশ দেওয়া হয়।

[৬] আইনমন্ত্রী শিক্ষার্থীদের দ্রুত জামিন দেওয়ার ব্যাপারে উদ্যোগী হতে সারাদেশের প্রসিকিউশন টিমকে (রাষ্ট্রপক্ষের আইনজীবী) নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে শুক্রবার ছুটির দিনেও ঢাকা সিএমএম আদালত থেকে ৩৭ জন এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আদালত থেকে ৫ জন পরীক্ষার্থী জামিন পেয়েছেন।  আগামী ১১ আগস্ট থেকে তাদের স্থগিতকৃত পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়