শিরোনাম
◈ বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক ◈ ভারত- ইংল‌্যান্ড টেস্ট সি‌রি‌জে বাংলা‌দে‌শের  সৈকতের আম্পায়ারিং বিতর্ক ◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে ◈ ইরান কেন আমেরিকার কাছে নতিস্বীকার করে না: তাস‌নিম নিউজ এজ‌ন্সির প্রতি‌বেদন

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৩, ০৮:৫৭ রাত
আপডেট : ১৫ মার্চ, ২০২৩, ১২:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিক সেতারা মূসা মারা গেছেন

এ বি এম মূসার স্ত্রী সেতারা মূসা

নিউজ ডেস্ক: একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক এ বি এম মূসার স্ত্রী সেতারা মূসা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার বিকালে পৌনে ৫টার দিকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দেশের নারী সাংবাদিকতার পথিকৃৎ ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর। চ্যানেল আই, বিডি নিউজ২৪

সেতারা মূসা পথিকৃত সাংবাদিক আবদুস সালামের জ্যেষ্ঠ কন্যা। কর্মজীবনে তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে নারী পাতার সম্পাদক ছিলেন।

নারী সাংবাদিক কেন্দ্রের উপদেষ্টা সেতারা মূসা সাংবাদিকতা শুরু করেন ১৯৬৭ সালের দিকে, তখন সামান্য কয়েকজন নারী ছিলেন এ পেশায়।

ফুসফুসের প্রদাহজনিত কারণে দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন সেতারা মূসা। গত ২০ বছর ধরে হুইল চেয়ারে চলাচল করতে হত তাকে।

নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু বলেন, ‘সেতারা মূসা আমাদের নারী সাংবাদিকদের পথিকৃতদের অন্যতম। তিনি কর্মজীবনে অনেক পত্রিকায় নারী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, নারী সাংবাদিকদের এগিয়ে নিতে এবং সংগঠিত করেছেন।’

সেতারা মূসার তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। ছোট মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মেজ মেয়ে জাতীয় প্রেস ক্লাবের নির্বাহী সদস্য ও নারী সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক।

মঙ্গলবার বাদ এশা মোহাম্মদপুর ইকবাল রোড মসজিদে প্রথম নামাজে জানাজা এবং বুধবার বাদ জোহর ফেনীর ফুলগাজী উপজেলার কুতুবপুর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে স্বামী এবিএম মূসার কবরের পাশে তাকে শায়িত করা হবে। রিপোর্ট: নাহিদ হাসান

এনএইচ/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়