শিরোনাম
◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর ◈ জাতির প্রকৃত শক্তি শুধু সম্পদের মধ্যেই নয়: প্রধান উপদেষ্টা ◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন শিগগিরই: ট্রাম্প ◈ জুলাই বিপ্লবের পর রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পাইনি — উপদেষ্টা আসিফ মাহমুদ (ভিডিও) ◈ ক্ষুদ্র ইন্টারনেট অপারেটরদের বাজার থেকে হটাতে ডিডস আক্রমণ চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব ◈ হিন্দুদের কারো কারো ‘জামায়াতে যোগ দেওয়ার’ কারণ কী, তাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে? ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে সি‌রি‌জে ২-১ এ এ‌গি‌য়ে গে‌লো আফগা‌নিস্তান ◈ গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে, ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল ◈ হংকং সি‌ক্সেস ক্রিকে‌টে শ্রীলঙ্কা‌কে ১৪ রা‌নে হারা‌লো বাংলাদেশ ◈ শনিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি প্রাথমিক শিক্ষকদের

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৫, ০৭:০০ বিকাল
আপডেট : ০৭ নভেম্বর, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে সি‌রি‌জে ২-১ এ এ‌গি‌য়ে গে‌লো আফগা‌নিস্তান

স্পোর্টস ডেস্ক : লাল-সবুজ দ‌লের জয়ের জন্য প্রয়োজন ২৫৯ রান। চতুর্থ ওয়ানডেতে এই লক্ষ্য তাড়া করতে হলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটারদের বড় ইনিংস খেলতে হতো। কিন্তুহ আজিজুল হাকিম তামিম-জাওয়াদ আবরাররা তাতে ব্যর্থ। আফগানিস্তানের কাছে জুনিয়র টাইগারদের হারের ব্যবধান ৪৭ রান। তাতেই সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল আফগানিস্তান। সিরিজে সমতা ফেরাতে হলে পঞ্চম ওয়ানডেতে বাংলাদেশের জয়ের কোনো বিকল্প নেই। -- ডেই‌লি ক্রিকেট

রাজশাহীতে আগে ব্যাট করে ২৫৮ রান সংগ্রহ করে আফগানিস্তান। দলের হয়ে ১১৬ বলে ১১২ রান করেন ফয়সাল শিনোজাদা। এছাড়াও ১০০ বলে ৭২ রান করেন উজারুল্লাহ নিয়াজাই। তাদের দুজনের জুটিতে তৃতীয় উইকেটে ওঠে ১২১ রান। তাতেই বড় সংগ্রহ পেয়ে যায় আফগানিস্তান।

বাংলাদেশের হয়ে ৯.৩ ওভারে ৫১ রান দিয়ে ৬ উইকেট শিকার করেছেন ইকবাল হোসেন ইমন। দু্টি উইকেট নিয়েছেন সাদ ইসলাম।

২৫৯ রান তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। দলীয় ৪০ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা। এরপর দলের হাল ধরেন মোহাম্মদ আব্দুল্লাহ ও দেবাশীষ দেবা। দুজনে মিলে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন বাংলাদেশকে। তবে ৬১ বলে ৫১ রান করে দেবাশীষ ফিরলে ভাঙে ১০৮ রানের জুটি।

এরপর একাই লড়েছেন আব্দুল্লাহ। তবে তার ১৬০ বলে ৯৫ রানের ইনিংসটি শুধু হারের ব্যবধানই কমাতে পেরেছে। আফগানিস্তানের হয়ে ৪টি উইকেট নিয়েছেন আব্দুল আজিজ। দুটি করে উইকেট শিকার করেছেন ওয়াহিদুল্লাহ জাদরান ও নাজিফুল্লাহ আমিরি।

আফগানিস্তানের হয়ে ৪টি উইকেট নিয়েছেন আব্দুল আজিজ। দুটি করে উইকেট শিকার করেছেন ওয়াহিদুল্লাহ জাদরান ও নাজিফুল্লাহ আমিরি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়