শিরোনাম
◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর ◈ জাতির প্রকৃত শক্তি শুধু সম্পদের মধ্যেই নয়: প্রধান উপদেষ্টা ◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন শিগগিরই: ট্রাম্প ◈ জুলাই বিপ্লবের পর রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পাইনি — উপদেষ্টা আসিফ মাহমুদ (ভিডিও) ◈ ক্ষুদ্র ইন্টারনেট অপারেটরদের বাজার থেকে হটাতে ডিডস আক্রমণ চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব ◈ হিন্দুদের কারো কারো ‘জামায়াতে যোগ দেওয়ার’ কারণ কী, তাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে? ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে সি‌রি‌জে ২-১ এ এ‌গি‌য়ে গে‌লো আফগা‌নিস্তান ◈ নো হাংকি পাংকি’? এটা কি রাজনৈতিক ভাষা হতে পারে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ◈ গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে, ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৫, ০৯:০৪ রাত
আপডেট : ০৭ নভেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার জাহানারা ইস্যুতে মুখ খুললেন মাশরাফি

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ অভিযোগ তুলেছেন। যা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকে ক্রিকেটপাড়ায় তোলপাড় শুরু হয়েছে। 

এ ঘটনার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দ্রুত তদন্ত কমিটি গঠন করে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। এবার এ বিষয়ে মুখ খুলেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে মাশরাফি বলেছেন, বাংলাদেশের ক্রিকেট ও গোটা ক্রীড়াঙ্গনের স্বার্থে জাহানারার প্রতিটি অভিযোগ বিসিবি গুরুত্বসহকারে দেখবে বলে আশা করি। তদন্ত কমিটি যেন সম্পূর্ণ প্রভাবমুক্ত থেকে কাজ করে এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়।

তিনি আরও বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গন যেন সবার জন্য নিরাপদ হয়, সেটাই আমাদের প্রত্যাশা।

এর আগে ৬ নভেম্বর এক ইউটিউব সাক্ষাৎকারে জাহানারা আলম ২০২২ বিশ্বকাপের সময় মনজুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির তীব্র অভিযোগ তুলে ধরেন। জাহানারা জানান, মনজুরুল ক্যাম্প চলাকালীন নারী ক্রিকেটারদের কাছে অনৈতিক আচরণ করতেন। 

তিনি বলেন, মনজুরুল একবার আমার কাঁধে হাত রেখে আমার পিরিয়ডের কথা জানতে চেয়েছিলেন এবং পরে অনৈতিক উদ্দেশ্যে আমাকে ডাকার চেষ্টা করেছিলেন। বিশ্বকাপের সময় ম্যাচ শেষে হ্যান্ডশেকের সময়ও তিনি আমাকে জড়িয়ে ধরতেন।

এই অভিযোগের কারণে বিসিবি তদন্ত শুরু করেছে এবং দেশের ক্রীড়াঙ্গনে নিরাপদ পরিবেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়