মনিরুল ইসলাম : ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং ভিসতার সহযোগিতায় অনুষ্ঠিত ভিসতা-ডিআরইউ ক্রীড়া উৎসবে ডিআরইউ অফিস কর্মকর্তাদের আর্চারিতে চ্যাম্পিয়ন হিসাবরক্ষণ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া। তিনি তিনটি তীর ছুঁড়ে অর্জন করেন ১৯ পয়েন্ট। ১৭ পয়েন্ট অর্জন করে দ্বিতীয় স্থান অধিকার করেন অফিস সহকারী মো. ফিরোজ হাওলাদার। অপরদিকে ১৬ পয়েন্ট অর্জন করে তৃতীয় হয়েছেন আইটি কর্মকর্তা বাপ্পী খান।
আজ রোববার জাতীয় স্টেডিয়াম, ঢাকায় ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমানের পরিচালনায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।