নভেম্বরের শুরুতে দেশের যে ৪ স্থান আরও অপার সৌন্দর্যে সেজে ওঠে তার মধ্যে রাঙামাটি, কক্সবাজার, সিলেট ও পটুয়াখালী অন্যতম। এ ৪ স্থানে শীত কিংবা শীতের পর নয় বরং শীত আসার আগ মুহূর্তের ভ্রমণ দারুণ উপভোগ্য হয়ে ওঠে।
১। রাঙামাটি: রাঙামাটির প্রকৃত সৌন্দর্য দেখেতে হলে নভেম্বরের শুরুতেই সেখানে ভ্রমণে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। ঘন কুয়াশায় এর প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে ফেলতে না চাইলে শীতের আগে এর দর্শনীয় স্থানগুলো ঘুরে আসতে পারেন।
সবুজ পাহাড় আর শান্ত প্রকৃতির রাঙামাটিতে দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে কাপ্তাই হ্রদ, ঝর্ণা, উপজাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য। এছাড়া ঝুলন্ত সেতু, রাজবন বিহার এবং উপজাতীয় জাদুঘরসহ অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে যা পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়।
২। কক্সবাজার: এ স্থানে গরমের সময় ভ্রমণে আসা খুবই কষ্টকর। একইভাবে শীতের ঘন কুয়াশা আর বর্ষায় ঝড়-বৃষ্টিতে উত্তালে সময়টা উপভোগ্য হয়ে উঠেবে না। তাই ভ্রমণ আরামদায়ক করতে চাইলে নভেম্বরের এ সময়টাই হতে পারে দেশের আকর্ষণীয় পর্যটন স্থানটি ভ্রমণ করার। কক্সবাজারের পাশাপাশি দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপও ঘুরে আসতে পারেন স্নিগ্ধ এ পরিবেশে।
৩। সিলেট: শীতের আগে আর বর্ষার শেষ দিকেই সিলেটের প্রকৃত সৌন্দর্য উপভোগ করার সুযোগ পাবেন। সিলেটের রাতারগুল সোয়াম্প ফরেস্ট বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবন। নৌকায় করে জলাভূমির ভিতর দিয়ে ভ্রমণ এক অনন্য অভিজ্ঞতা দেয়। পানির স্রোত এবং বনানীর সৌন্দর্য অনুভব করতে চাইলে নভেম্বরেই ঘুরে আসতে পারেন চা বাগানে ঘেরা সিলেট।
৪। পটুয়াখালী: পটুয়াখালী কুয়াকাটা সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত। এটি এমন একটি সৈকত যেখানে আপনি একই সাথে সূর্যোদয় এবং সূর্যাস্ত উপভোগ করতে পারেন। শীতের আগে আবহাওয়ার সামঞ্জস্য থাকার কারণে কুয়াকাটা ঘুরতে যাওয়ার আদর্শ সময় এ নভেম্বর মাসই।
সূত্র: সময়