শিরোনাম
◈ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ: ২০টি গ্রেডে কার বেতন কত বাড়ছে? ◈ সেনাপ্রধানের নির্বাচন নিয়ে নতুন বার্তা ◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৪, ০১:৪৩ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাসসাম ব্রিগেডের হামলায় ইসরায়েলি অফিসার নিহত, সাঁজোয়াযান ঘাঁয়েল

সাজ্জাদুল ইসলাম: [২] ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সশস্ত্র শাখা কাসসাম ব্রিগেডের একজন স্নাইপার গাউল রাইফেল দিয়ে একজন ইসরায়েলি সেনা অফিসারকে ঘায়েল করেছেন। গাজা উপত্যকার দক্ষিণের গাজা সিটির জয়তুন এলাকায় শনিবার ওই অফিসারকে হত্যা করেন। সূত্র: আনাদোলু 

[৩] টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে কাসসাম ব্রিগেড হামলার ছবি প্রকাশ করে। তবে এ ব্যাপারে বিস্তারিত জানায়নি তারা। বিবৃতিতে আলকাস্সাম ৫৭টি স্নাইপার হামলা চালিয়েছে এর মধ্যে ৩৪টি হামলায় গাউল রাইফেল ব্যবহার করা হয়েছে।

[৪] ২০১৪ সালে আল-কাসসাম প্রথম তাদের নিজস্ব তৈরি নতুন স্নাইপার রাইফেল গাউলের ভিডিও প্রকাশ করে। অস্ত্র নির্মাণ ইঞ্জিনিয়ারদের একজন হলেন আদনান আল-গাউল। তার নাম অনুসারে ১৪.৫ এমএম ক্যালিবারের স্নাইপার রাইফেলটির নামকরণ করা হয়েছে। ২০০৪ সালের ২২ অক্টোবর গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর হামলায় তিনি শহীদ হন।

[৫] আল-কাসসাম ব্রিগেড শনিবার পৃথক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা ট্যান্ডেম শেল দিয়ে ইসরায়েলি মারকাভা ট্যাংক এবং বিস্ফোরক অস্ত্র দিয়ে সাঁজোয়াযানের ওপর হামলা চালিয়েছে। এগুলোর চালকেরা নিহত এবং একজন সেনা নিহত ও অপরজন আহত হয়েছে।

[৬] ইসরায়েলি সেনাবাহিনী আয়াল শমিনভ(২৪) নামে তাদের এক সেনা অফিসার নিহত হওয়ার কথা স্বীকার করেছেন। ইসরায়েলি সেনা ওয়েবসাইটে বলা হয়েছে, ৭ অক্টোবর থেকে হামাসের হামলায় তাদের ৫৭৭ সেনা নিহত হয়েছে যার মধ্যে ২৭ অক্টোবর থেকে স্থল যুদ্ধের পর মারা গেছে ২৩৮ সেনা। তবে হামাসের মতে, নিহত সেনাদের প্রকৃত সংখ্যা ইসরায়েল লুকাচ্ছে যা এর চেে অনেক বেশি। সম্পাদনা: রাশিদ  

  • সর্বশেষ
  • জনপ্রিয়