শিরোনাম
◈ বিশ হাজার টাকায় প্রবাসী কর্মীদের দেশে ফেরা নিশ্চিতে বিশেষ উদ্যোগ ◈ বেনাপোল বন্দরে ১ দিনে ১৪৪৩ যাত্রী পারাপার, ৪৮৩ ট্রাক বাণিজ্য ◈ ভোটার উপস্থিতিই কি নির্বাচনকে গ্রহণযোগ্য বানায়? ◈ অ‌স্ট্রেলিয়ার বিগ ব‌্যাশ দল হোবার্ট হারিকেন্স কোচ রিশাদ হো‌সে‌নের প্রশংসায় পঞ্চমুখ  ◈ গায়ানার জর্জটাউনে চার্জ দ্য অ্যাফেয়ার্স বা ফার্স্ট সেক্রেটারি পর্যায়ের একটি নতুন কূটনৈতিক মিশন স্থাপনের সিদ্ধান্ত ◈ এবার ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে আপত্তি জানিয়েছে ইংল্যান্ড! ◈ ‌তেরান‌কে এবার ইংল‌্যা‌ন্ডের হুম‌কি, কো‌নো অজুহাত ছাড়া পরমাণু কর্মসূচি বা‌তিল কর‌তে হ‌বে ◈ বাংলাদেশে গিয়ে আসামের মিঞাঁ মুসলমানদের ভোট দিতে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ◈ হা‌রিস রউফ পাকিস্তানের বিশ্বকাপ দলে না থাকায় বিস্মিত অ‌স্ট্রেলিয়ার ক্লার্ক ও ফিঞ্চ ◈ ভোটারদের মন জয় করতে প্রতিশ্রুতির প্রতিযোগিতা, বক্তব্যে উত্তাপ

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৬, ০৯:৪৯ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রবীন্দ্রনাথকে নিয়ে ‘অদ্ভুত তথ্য’ দিলেন বিজেপি নেতা

বিতর্কিত মন্তব্য করে কড়া সমালোচনার মুখে পড়েছেন ভারতের ক্ষমতাসীন বিজেপির এক নেতা। বিজেপি-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 'নোবেল শান্তি' পুরস্কার পেয়েছিলেন। খবর ডয়চে ভেলের।

বুধবার দুর্গাপুরে নীতিন নবীন দলের কর্মী সম্মেলনে জানান, কবিগুরু এই রাজ্যকে শুধু নয়, পুরো দেশকে শিক্ষার নতুন পদ্ধতি দিয়েছিলেন, যার জন্য তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল, সেই রবীন্দ্রনাথ ঠাকুরকেও আমি স্মরণ করছি।

তবে তিনি এই তথ্য কোথায় পেয়েছেন তা জানাননি। রবীন্দ্রনাথ গীতাঞ্জলির জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পান ১৯১৩ সালে। বিজেপি সভাপতি ওই কর্মীসভায় জয় বাংলার জায়গায় জয় বঙ্গাল স্লোগানও দেন। 

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, বিজেপি নেতারা মাঝেমাঝেই জনসভা বা দলের কর্মী সভায় বিচিত্র সব তথ্য দেন। এর আগে পশ্চিমবঙ্গে বিজেপি-র সাবেক সভাপতি দিলীপ ঘোষ গরুর দুধে সোনা আছে বলে দাবি করেন।

এ ছাড়া দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছিলেন, গণেশের মাথায় হাতির মাথা হলো সেই যুগে প্লাস্টিক সার্জারি যে ছিল তার প্রমাণ। 

রবীন্দ্রনাথের নোবেল পাওয়া নিয়ে বিজেপি সভাপতির এমন তথ্যের পর তৃণমূল বলেছে, আবার প্রমাণ হয়ে গেলো, পশ্চিমবঙ্গ, বাঙালি ও মনীষীদের সম্পর্কে বিজেপি কিছুই জানে না।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়