শিরোনাম
◈ ফুটবল বিশ্বকাপের আগে ১,২৪৮ জন খে‌লোয়াড়‌কে ডি‌জিটাল স্ক্যান! আসতে চলেছে ফিফার নতুন নিয়ম  ◈ তারেক রহমানের নেতৃত্বে প্রতিহিংসামুক্ত ও সৌহার্দ্যপূর্ণ রাজনীতির প্রত্যাশা জাপার ◈ ইরানে হামলার ব্যাপারে ‘গুরুত্বের সঙ্গে’ ভাবছেন ট্রাম্প ◈ নতুন রাজনৈতিক শক্তি গঠনে আবারও সক্রিয় হওয়ার ইঙ্গিত মাহফুজ আলমের ◈ সিরিয়ায় আইএসের লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা ◈ ‘মুজিব ভাই’ বিতর্ক: ৪২ কোটি যেভাবে ৪ হাজার কোটি টাকা হলো ◈ পাকিস্তানি জেএফ-১৭ যুদ্ধবিমানের বিশেষত্ব কী, কেন কিনতে আগ্রহী বাংলাদেশ? ◈ মোটরসাইকেল কিনলে দুটি হেলমেট ফ্রি দেওয়া বাধ্যতামূলক হচ্ছে: বিআরটিএ চেয়ারম্যান ◈ চিনি দিয়ে নকল খেজুরের রস বানিয়ে বোকা বানানো হচ্ছে ক্রেতাদের!(ভিডিও) ◈ 'মা আমাকে ছেড়ে যেও না', ডিভোর্সের পর সন্তান নিতে চাইল না কেউ, বুক ফাটা দৃশ্য ভাইরাল! (ভিডিও)

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৬, ০৮:০৯ রাত
আপডেট : ১১ জানুয়ারী, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরব সাগরে মানবহীন নৌযানের সফল পরীক্ষা চালাল পাকিস্তান নৌবাহিনী

উত্তর আরব সাগরে ব্যাপক নৌ-মহড়া চালিয়েছে পাকিস্তান। এসময় নিজেদের অপারেশনাল প্রস্তুতি ও আধুনিক যুদ্ধ সক্ষমতা প্রদর্শন করেছে দেশটির নৌবাহিনী। যেখানে ছিল মানবহীন নৌযান চালানোর সফল পরীক্ষা। খবর সামা টিভি’র

দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আধুনিক নৌযুদ্ধের পরিবর্তিত বাস্তবতায় পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধ প্রস্তুতি যাচাই করতেই এই মহড়া করেছে দেশটির নৌবাহিনী।

আইএসপিআর জানায়, মহড়ায় প্রচলিত যুদ্ধব্যবস্থার পাশাপাশি আধুনিক মানববিহীন প্রযুক্তির ব্যবহার প্রদর্শিত হয়। একাধিক অপারেশনাল ডোমেইনে পরিচালিত এই অনুশীলনে নৌবাহিনীর সমন্বিত যুদ্ধ সক্ষমতা তুলে ধরা হয়।

মহড়ার অন্যতম আকর্ষণ ছিল ভার্টিক্যাল লঞ্চিং সিস্টেম থেকে এলওয়াই-৮০ (LY-80) সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্রের সফল লাইভ ফায়ারিং। দীর্ঘ পাল্লার এই ক্ষেপণাস্ত্র নির্ভুলভাবে একটি আকাশ লক্ষ্যবস্তু শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম হয়। 

পাকিস্তান নৌবাহিনী একটি আনম্যানড সারফেস ভ্যাসেল (USV)–এর সফল উন্মুক্ত সমুদ্র পরীক্ষা চালায়। ওই পরীক্ষায় নৌযানটির উচ্চগতির সক্ষমতা, টেকসই গঠন এবং কঠিন আবহাওয়ায় কার্যকারিতা নিশ্চিত করা হয়। আইএসপিআরের মতে, এই ইউএসভিতে রয়েছে উচ্চমাত্রার ম্যানুভারেবিলিটি, নিখুঁত নেভিগেশন এবং প্রতিকূল পরিবেশে কাজ করার সক্ষমতা।

আইএসপিআর আরও জানায়, এই মানববিহীন নৌযানটি কম ঝুঁকিতে উচ্চ প্রভাব সৃষ্টিকারী একটি কার্যকর প্ল্যাটফর্ম। এটি পাকিস্তান নৌবাহিনীর স্বায়ত্তশাসিত ও ভবিষ্যৎ যুদ্ধ সক্ষমতায় একটি ধাপের বড় উন্নতি। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়