শিরোনাম
◈ ফুটবল বিশ্বকাপের আগে ১,২৪৮ জন খে‌লোয়াড়‌কে ডি‌জিটাল স্ক্যান! আসতে চলেছে ফিফার নতুন নিয়ম  ◈ তারেক রহমানের নেতৃত্বে প্রতিহিংসামুক্ত ও সৌহার্দ্যপূর্ণ রাজনীতির প্রত্যাশা জাপার ◈ ইরানে হামলার ব্যাপারে ‘গুরুত্বের সঙ্গে’ ভাবছেন ট্রাম্প ◈ নতুন রাজনৈতিক শক্তি গঠনে আবারও সক্রিয় হওয়ার ইঙ্গিত মাহফুজ আলমের ◈ সিরিয়ায় আইএসের লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা ◈ ‘মুজিব ভাই’ বিতর্ক: ৪২ কোটি যেভাবে ৪ হাজার কোটি টাকা হলো ◈ পাকিস্তানি জেএফ-১৭ যুদ্ধবিমানের বিশেষত্ব কী, কেন কিনতে আগ্রহী বাংলাদেশ? ◈ মোটরসাইকেল কিনলে দুটি হেলমেট ফ্রি দেওয়া বাধ্যতামূলক হচ্ছে: বিআরটিএ চেয়ারম্যান ◈ চিনি দিয়ে নকল খেজুরের রস বানিয়ে বোকা বানানো হচ্ছে ক্রেতাদের!(ভিডিও) ◈ 'মা আমাকে ছেড়ে যেও না', ডিভোর্সের পর সন্তান নিতে চাইল না কেউ, বুক ফাটা দৃশ্য ভাইরাল! (ভিডিও)

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৬, ০৭:১৪ বিকাল
আপডেট : ১১ জানুয়ারী, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানে শহর দখল ও গণবিক্ষোভের ডাক দিলেন রেজা পাহলভি, ফেরার প্রস্তুতি নিচ্ছেন দেশে

ইরানিদের আরও লক্ষ্যভিত্তিক বিক্ষোভে নামার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ইরানের অপসারিত শাহের ছেলে রেজা পাহলভি বলেছেন, ‘আমাদের লক্ষ্য এখন আর শুধু রাস্তায় নামা নয়। লক্ষ্য হলো শহরের কেন্দ্রগুলো দখল ও ধরে রাখার প্রস্তুতি নেওয়া।’

শনিবার (১০ জানুয়ারি) এক ভিডিও বার্তায় রেজা পাহলাভি বিক্ষোভের ডাক দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ভিডিও বার্তায় আরও দুইদিন কঠোর বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানান পাহলভি।

সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, শুক্রবারের বিক্ষোভে ব্যাপক জনসমাগমের প্রশংসা করেন পাহলভি। একই সঙ্গে তিনি জানান, নিজেও ইরানে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এবং বিশ্বাস করেন খুব দ্রুতই দেশে ফিরতে পারবেন।

রেজা পাহলভির বাবা মোহাম্মদ রেজা পাহলভিকে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবে ক্ষমতাচ্যুত করা হয়। তিনি ১৯৮০ সালে মারা যান।

এদিকে মানবাধিকারকর্মীরা আশঙ্কা প্রকাশ করেছেন, ইন্টারনেট সংযোগ বন্ধ করে কর্তৃপক্ষের দমন-পীড়নের মাত্রা আড়াল করা হতে পারে।

নরওয়ে-ভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস জানিয়েছে, চলমান দমন অভিযানে এখন পর্যন্ত অন্তত ৫১ জন নিহত হয়েছেন।

ইরানের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী শিরিন এবাদিও শুক্রবার সতর্ক করে বলেন, নিরাপত্তা বাহিনী ব্যাপকভাবে গণহত্যা চালানোর প্রস্তুতি নিতে পারে।

অন্যদিকে ইরানের কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্যও নিহত হয়েছেন।

শুক্রবার দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভকারীদের কঠোরভাবে আক্রমণ করে বলেন, ইসলামি প্রজাতন্ত্র পিছু হটবে না। তিনি এই অস্থিরতা উসকে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন। সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়