পারস্য উপসাগরের হরমুজ প্রণালিতে আরেকটি তেলবাহী ট্যাংকার আটক করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর নৌবাহিনী। বুধবার (২৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা মেহের।
আইআরজিসি জানিয়েছে, তাদের নৌবাহিনী একটি নিখুঁত অভিযানের মাধ্যমে প্রায় ৪০ লাখ লিটার চোরাই জ্বালানি বহনকারী জাহাজটি আটক করতে সক্ষম হয়।
তদের দাবি, ১৬ জন বিদেশি নাবিক বহনকারী ওই জাহাজটি ইরানের আঞ্চলিক জলসীমা অতিক্রম করে পালানোর চেষ্টা করছিল, এমন সময় সেটি জব্দ করা হয়।
পারস্য উপসাগরে আইআরজিসির প্রথম নৌ অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস গোলামশাহি স্থানীয় ইরানি গণমাধ্যমকে বলেন, ‘আইআরজিসির নৌবাহিনী একটি বড় জ্বালানি ট্যাংকারে সন্দেহজনক তৎপরতা শনাক্ত করে। গোয়েন্দা তদন্তে জানা যায়, ট্যাংকারটি ছোট ছোট নৌযান থেকে ৪০ লাখ লিটারের বেশি চোরাই জ্বালানি সংগ্রহ করেছিল এবং পারস্য উপসাগরের বাইরে বড় জাহাজে তা হস্তান্তরের পরিকল্পনা ছিল।’