শিরোনাম
◈ দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর স্বপরিবারে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফিরলেন তারেক রহমান ◈ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে আজ: সালাহউদ্দিন আহমদ (ভিডিও) ◈ সিলেট পৌঁছেছেন তারেক রহমান ◈ আজ রাজধানীতে চলাচলে মানতে হবে যেসব নির্দেশনা ◈ হাদি হত্যাকাণ্ডের পর নিরাপত্তা শঙ্কা: গুরুত্বপূর্ণ ১২৭ নেতা নিরাপত্তা ঝুঁকিতে ◈ ৩০০ ফিট ও কুড়িল এলাকায় জনসমাগম, প্রস্তুত ১৭ অ্যাম্বুলেন্স ◈ ১৭ বছর পর তারেক রহমানের প্রত্যাবর্তন: কনকনে শীত উপেক্ষা করে সূর্যোদয়ের আগেই পূর্বাচলে মানুষের ঢল (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের নতুন নির্দেশনা হাইকোর্টের ◈ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ ◈ হঠাৎ করে ওএমএসের চাল-আটা বিক্রি বন্ধ, বিপাকে দরিদ্র মানুষেরা

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২৫, ০১:২৭ দুপুর
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র যে কারণে অনেকের ভিসা প্রত্যাখ্যান করলো

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, উগ্রপন্থী কর্মী ও কিছু এনজিওর বিরুদ্ধে বিভিন্ন বিদেশি রাষ্ট্র যে বিধিনিষেধ আরোপ করেছে, সেগুলোর লক্ষ্যবস্তু ছিল মূলত আমেরিকান বক্তা ও আমেরিকান কোম্পানিগুলো। 

সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মকাণ্ডের কারণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একজন সাবেক কমিশনারসহ পাঁচজনের ভিসা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি, এসব ব্যক্তি ও সংগঠন যুক্তরাষ্ট্রের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে দেশটির দৃষ্টিভঙ্গি ও মতামত দমন করতে ‘বাধ্য’ করার চেষ্টা করেছে।

তিনি আরও বলেন, ‘বিশ্বব্যাপী সেন্সরশিপ-শিল্প কমপ্লেক্সের এজেন্টদের’ বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যার ফলে তারা সাধারণত যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না।

এই তালিকায় রয়েছেন ইউরোপীয় কমিশনের সাবেক শীর্ষ প্রযুক্তি নিয়ন্ত্রক থিয়েরি ব্রেটন। স্টেট ডিপার্টমেন্ট তাকে ইইউর ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (ডিএসএ)-এর ‘মাস্টারমাইন্ড’ হিসেবে বর্ণনা করেছে। ডিএসএ-এর মাধ্যমে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর ওপর কন্টেন্ট নিয়ন্ত্রণ আরোপ করা হয় বলে দাবি যুক্তরাষ্ট্রের।

তবে ব্রেটন এই সিদ্ধান্তকে ‘চিরুনি অভিযান’ বলে আখ্যা দিয়েছেন। ভিসা নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, আমাদের আমেরিকান বন্ধুদের উদ্দেশ্যে: সেন্সরশিপ আপনার ভাবনার জায়গায় নেই।

ডিএসএ বাস্তবায়ন নিয়ে বিশ্বের ধনী ব্যক্তিদের একজন ও এক্স-এর মালিক ইলন মাস্কের সঙ্গে ব্রেটনের বিরোধ দীর্ঘদিনের। সম্প্রতি ইউরোপীয় কমিশন ডিএসএ-এর অধীনে এক্সকে ব্লু টিক ব্যাজ পদ্ধতি ‘প্রতারণামূলক’ উল্লেখ করে ১২০ মিলিয়ন ইউরো জরিমানা করে, যা এই আইনের অধীনে প্রথম জরিমানা। এর প্রতিক্রিয়ায় মাস্কের প্ল্যাটফর্ম কমিশনের বিজ্ঞাপন বন্ধ করে দেয়।

ভিসা নিষেধাজ্ঞার তালিকায় আরও রয়েছেন যুক্তরাজ্যভিত্তিক গ্লোবাল ডিসইনফরমেশন ইনডেক্স (জিডিআই)-এর প্রধান ক্লেয়ার মেলফোর্ড। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সারা বি রজার্স জিডিআই-এর বিরুদ্ধে ‘আমেরিকান বক্তৃতা ও সংবাদমাধ্যমকে সেন্সর ও কালো তালিকাভুক্ত করতে করদাতাদের অর্থ ব্যবহারের’ অভিযোগ করেন। তবে জিডিআই একে বাকস্বাধীনতার ওপর ‘কর্তৃত্ববাদী আক্রমণ’ বলে অভিহিত করেছে।

এছাড়া অনলাইনে ঘৃণা ও ভুল তথ্যবিরোধী অলাভজনক সংস্থা সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেট (সিসিডিএইচ)-এর ইমরান আহমেদ এবং জার্মান সংস্থা হেটএইডের আনা-লেনা ভন হোডেনবার্গ ও জোসেফাইন ব্যালনও নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন। মার্কিন কর্তৃপক্ষের দাবি, তারা ডিএসএ কার্যকরে ভূমিকা রেখেছেন।

হেটএইডের দুই সিইও এক বিবৃতিতে বলেন, এই পদক্ষেপ এমন সরকারের দমন-পীড়নের উদাহরণ, যারা ক্রমশ আইনের শাসনকে অবজ্ঞা করছে এবং সমালোচকদের চুপ করাতে চাইছে। তারা আরও বলেন, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে দাঁড়ানো ব্যক্তিদের নীরব করতে সেন্সরশিপের অভিযোগ ব্যবহার করলেও তারা ভয় পাবেন না।

রুবিও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ পররাষ্ট্রনীতি আমেরিকান সার্বভৌমত্বের লঙ্ঘন প্রত্যাখ্যান করে এবং আমেরিকান ভাষণকে লক্ষ্য করে বিদেশি সেন্সরদের হস্তক্ষেপও এর ব্যতিক্রম নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়