শিরোনাম
◈ দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর স্বপরিবারে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফিরলেন তারেক রহমান ◈ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে আজ: সালাহউদ্দিন আহমদ (ভিডিও) ◈ সিলেট পৌঁছেছেন তারেক রহমান ◈ আজ রাজধানীতে চলাচলে মানতে হবে যেসব নির্দেশনা ◈ হাদি হত্যাকাণ্ডের পর নিরাপত্তা শঙ্কা: গুরুত্বপূর্ণ ১২৭ নেতা নিরাপত্তা ঝুঁকিতে ◈ ৩০০ ফিট ও কুড়িল এলাকায় জনসমাগম, প্রস্তুত ১৭ অ্যাম্বুলেন্স ◈ ১৭ বছর পর তারেক রহমানের প্রত্যাবর্তন: কনকনে শীত উপেক্ষা করে সূর্যোদয়ের আগেই পূর্বাচলে মানুষের ঢল (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের নতুন নির্দেশনা হাইকোর্টের ◈ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ ◈ হঠাৎ করে ওএমএসের চাল-আটা বিক্রি বন্ধ, বিপাকে দরিদ্র মানুষেরা

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪৪ বিকাল
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরব আমিরাতে বিগ টিকেট লটারিতে বড় অঙ্ক জিতলেন দুই বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত দুই বাংলাদেশি প্রবাসী আবুধাবির জনপ্রিয় বিগ টিকেট লটারিতে বড় অংকের সান্ত্বনা পুরস্কার জিতে নিয়েছেন। সিরিজ ২৮১-এর ড্রতে তারা প্রত্যেকে এক লাখ দিরহাম করে পুরস্কার পেয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩২ লাখ টাকা। গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, এই বিপুল অর্থ জয়ের খবরে দুই প্রবাসীর পরিবারেই এখন বইছে আনন্দের বন্যা।

আবুধাবিতে বসবাসকারী প্রবাসী আমরু মিয়া ১৯৯৮৭৩ নম্বর টিকেট কিনে এক লাখ দিরহামের মালিক হয়েছেন। লটারি জয়ের খবর পেয়ে উচ্ছ্বসিত আমরু জানান, তিনি এখনো বিশ্বাসই করতে পারছেন না যে এত বড় অংকের পুরস্কার জিতেছেন।

অন্যদিকে, আজমানে বসবাসরত আরেক বাংলাদেশি মোহাম্মদ আরিফুল ৩১৭৪৯১ নম্বর টিকেট দিয়ে সমান অংকের অর্থ জিতে নিয়েছেন। তবে এই বিশাল অর্থ কীভাবে ব্যয় করবেন, সে বিষয়ে তারা এখনো কোনো চূড়ান্ত পরিকল্পনা করেননি।

বিগ টিকেট কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৩ জানুয়ারি তাদের পরবর্তী লাইভ ড্র অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই দিন লটারির মূল আকর্ষণ হিসেবে থাকছে ৩ কোটি দিরহামের বিশাল জ্যাকপট। এছাড়া ড্রতে আরও পাঁচজন ভাগ্যবান বিজয়ী প্রত্যেকে ৫০ হাজার দিরহাম করে জেতার সুযোগ পাবেন। আগ্রহী প্রবাসীরা অনলাইনে অথবা জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর ও আল আইন বিমানবন্দরের কাউন্টার থেকে এই লটারির টিকেট সংগ্রহ করতে পারবেন।

সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়