গত ১৭ সেপ্টেম্বর সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক এক সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির অধীনে কোনো দেশ তৃতীয় দেশের দ্বারা হামলার শিকার হলে তা উভয় দেশই নিজের ওপর হামলা হিসেবে বিবেচনা করবে। খবর জিও নিউজ
এই চুক্তির পর গুঞ্জন ওঠে সৌদিকে পারমাণবিক অস্ত্র দেবে পাকিস্তান। তবে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, সৌদির কাছে তারা কোনো পারমাণবিক অস্ত্র বিক্রি করছেন না।
সাংবাদিক মেহেদি হাসান ‘জিতিও’ অনুষ্ঠানে খাজা আসিফকে প্রশ্ন করেন কাতারে ইসরায়েলের হামলার প্রেক্ষিতে এ চুক্তি হয়েছে কি না? জবাবে পাক প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই চুক্তি নিয়ে দীর্ঘ সময় ধরেই আলোচনা চলছিল।
এ সময় তার কাছে জানতে চাওয়া হয় পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের দ্বারা এখন সৌদি আরব সুরক্ষিত কি না। জবাবে তিনি বলেন, ‘সৌদির সঙ্গে আমাদের অনেক পুরোনো সামরিক সম্পর্ক রয়েছে। একটা সময় আমাদের পাঁচ ছয় হাজার সেনা সেখানে ছিল। সৌদিতে আমাদের সামরিক উপস্থিতি রয়েছে।’