শিরোনাম
◈ ‘আমরা মানুষ হবো কবে?’:মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড ঘিরে আজহারীর হৃদয়বিদারক প্রতিক্রিয়া ◈ মিটফোর্ড হত্যাকাণ্ড: “নরপিশাচদের সামলান” — তারেক রহমানকে এনসিপি নেতা সারজিস আলমের কড়া বার্তা ◈ সেনাবাহিনী-পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝির অপপ্রয়াস চালানো হচ্ছে: আইএসপিআর ◈ মিটফোর্ডে সোহাগ হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের ◈ নেপালকে ব্যবহার করে ভার‌তে হামলা চালাতে পারে পা‌কিস্তা‌নের সন্ত্রাসী গোষ্ঠী জইশ ও লস্কর ◈ সা‌কিব আল হাসান ব্যাটে-বলে বিবর্ণ, দুবাইয়ের ৭ উই‌কে‌টে হার ◈ হাসিনাকন্যা পুতুল’কে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা ◈ আগামী বছর ভারতে  টি-টোয়েন্টি বিশ্বকা‌পে খেলতে আসছে ফুটবলের দেশ ইতা‌লি ◈ ১২ দিনের যুদ্ধে ৫০০ ইসরায়েলি নিহত: ইরানি স্পিকারের দাবি ◈ বিএনপিতে শৃঙ্খলাভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, সারা দেশে চার হাজারের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

প্রকাশিত : ১৯ জুন, ২০২৫, ১১:১৫ রাত
আপডেট : ০৪ জুলাই, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানে হামলার পরিকল্পনা থেকে ট্রাম্পকে ‘পিছু হটতে’ বললেন স্টারমার

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার।

ইরান ও ইসরায়েল উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। তিনি বলেছেন, সংঘর্ষের মাধ্যমে নয়, এ ধরনের সংকটের সমাধান কূটনৈতিকভাবে হওয়া উচিত।

বিবিসির মার্কিন অংশীদার সিবিএসের খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেননি।

স্টারমার বলেন, ‘আমরা সবাই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন। তবে এ সমস্যার সমাধান আলোচনা ও কূটনীতির মাধ্যমে হওয়া উচিত।’

তিনি আরও বলেন, ‘ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আমরা স্বীকার করি, তবে এখন সবচেয়ে জরুরি হলো উত্তেজনা হ্রাস করা। এ অঞ্চলে সংঘর্ষ ছড়িয়ে পড়ার ঝুঁকি অত্যন্ত স্পষ্ট।’

আইনি পরামর্শ সম্পর্কে প্রশ্ন করা হলে স্টারমার জানান, ‘প্রত্যেক সরকারই অ্যাটর্নির পরামর্শ গোপন রাখে, তবে মূল উদ্দেশ্য হচ্ছে উত্তেজনা হ্রাস করা।’

এদিকে ইরানের দাবি, পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে। তবে ইসরায়েল একে অস্তিত্বের জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছে এবং যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সূত্র: বিবিসি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়