শিরোনাম
◈ ‘আমরা মানুষ হবো কবে?’:মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড ঘিরে আজহারীর হৃদয়বিদারক প্রতিক্রিয়া ◈ মিটফোর্ড হত্যাকাণ্ড: “নরপিশাচদের সামলান” — তারেক রহমানকে এনসিপি নেতা সারজিস আলমের কড়া বার্তা ◈ সেনাবাহিনী-পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝির অপপ্রয়াস চালানো হচ্ছে: আইএসপিআর ◈ মিটফোর্ডে সোহাগ হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের ◈ নেপালকে ব্যবহার করে ভার‌তে হামলা চালাতে পারে পা‌কিস্তা‌নের সন্ত্রাসী গোষ্ঠী জইশ ও লস্কর ◈ সা‌কিব আল হাসান ব্যাটে-বলে বিবর্ণ, দুবাইয়ের ৭ উই‌কে‌টে হার ◈ হাসিনাকন্যা পুতুল’কে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা ◈ আগামী বছর ভারতে  টি-টোয়েন্টি বিশ্বকা‌পে খেলতে আসছে ফুটবলের দেশ ইতা‌লি ◈ ১২ দিনের যুদ্ধে ৫০০ ইসরায়েলি নিহত: ইরানি স্পিকারের দাবি ◈ বিএনপিতে শৃঙ্খলাভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, সারা দেশে চার হাজারের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

প্রকাশিত : ১৯ জুন, ২০২৫, ১১:০৩ রাত
আপডেট : ০৭ জুলাই, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

দিনে বিএনপি, রাতে আ.লীগ করা নেতাদের সদস্যপদ নবায়ন নয়: আমিনুল হক

মনিরুল ইসলাম: “যারা দিনের বেলায় বিএনপি করেছেন আর রাতের বেলায় আওয়ামী লীগ করেছেন, এমন লোকদের দলের সদস্যপদ নবায়ন করা যাবে না”—সাফ জানিয়ে দিলেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে উত্তরা পূর্ব ও উত্তরখানে পৃথক দুটি অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কঠোর অবস্থানের কথা জানান।

তিনি বলেন, “আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কারও ছবি থাকলে তার সদস্যপদ নবায়ন করা হবে না। ১৭ বছর ধরে যারা আন্দোলন-সংগ্রামে ছিলেন, যারা নিপীড়িত-ত্যাগী নেতা-কর্মী, তারাই অগ্রাধিকার পাবেন।”

আমিনুল হক নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “সতর্ক থাকবেন—কোনো আওয়ামী লীগ যেন সদস্য ফরম নবায়ন করতে না পারে। আমরা এমন পরিচ্ছন্ন, যোগ্য ও ভালো মানুষদেরই বাছাই করবো যারা রাজনীতির সঠিক ধারা প্রতিষ্ঠা করতে পারবে।”

লন্ডন বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক অনেকেই ভালোভাবে নেয়নি। তাই কিছু দল এখন বিভিন্ন বৈঠক বর্জন করছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে এখনও ষড়যন্ত্র চলছে। দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের সহায়তায় অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হচ্ছে। তাই সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।”

প্রধান বক্তা ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান বলেন, “যারা দলের দুর্দিনে পাশে ছিল না এবং আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক ছিল, তাদের সদস্যপদ নবায়নের আওতায় আনা যাবে না।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, আকতার হোসেন, এম কফিল উদ্দিন আহমেদ, মুহাম্মদ আফাজ উদ্দিন, আনোয়ারুজ্জামান আনোয়ার, আলী আকবর আলী, মোতালেব হোসেন রতন, আব্দুস সালাম সরকার, রফিকুল ইসলাম খান, মনিরুল ইসলাম রাহিমী, আহসান হাবীব মোল্লা, তাসলিমা রিতা, সাবেক কাউন্সিলর ইলোরা পারভীন, মো. রাশেদ আলম, মো. শাহ আলম, মনির হাসান ভূঁইয়া, শহিদুল ইসলাম সুমন, সুলতান মাহমুদ বকুল, মো. জাহাঙ্গীর আলম বেপারি ও অনেকে।

পরে পল্লবীর ৬ নম্বর সেকশন বাজারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিলে অংশ নেন আমিনুল হক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়