শিরোনাম
◈ রাজধানীতে মিরপুরে আতশবাজির ফুলকি থেকে ভবনে আগুন ◈ শোকের মাঝেও উৎসব: রাজধানীতে আতশবাজি–ফানুসে নববর্ষ বরণ ◈ যখন শেখ হাসিনার মুক্তি চেয়েছিলেন খালেদা জিয়া ◈ শুরু হলো ইংরেজি নতুন বর্ষ ২০২৬ ◈ নববর্ষের অঙ্গীকার হবে—অবাধ, সুষ্ঠু নির্বাচনে জবাবদিহিমূলক সরকার গঠন: তারেক রহমান ◈ খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা, যা লেখা আছে এতে ◈ বেনাপোল কাস্টমস কমিশনারসহ ১৭ কমিশনার বদলি ◈ বেগম খালেদা জিয়ার কফিন বহন করলেন তিন আলেম: আজহারী, আহমাদুল্লা ও মামুনুল হক ◈ বেগম খালেদা জিয়া: ক্ষমতা ও প্রতিরোধের জীবন ◈ রয়টার্সকে দেয়া সাক্ষাৎকার: ভারতীয় কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমীর

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৫, ০৪:১৪ দুপুর
আপডেট : ১১ মে, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রেনে হামলায় ভারত জড়িত : পাকিস্তান

পাকিস্তানের জাফর এক্সপ্রেসে সন্ত্রাসী হামলার পেছনে ভারতের হাত রয়েছে বলে অভিযোগ করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী বৃহস্পতিবার (১৩ মার্চ) এই অভিযোগ করেন। তবে এ বিষয়ে বিস্তারিত কোন তথ্য দেননি এই কর্মকর্তা। খবর জিও টিভির।

উদ্ধার অভিযানের একদিন পর মুখপাত্র শাফকাত আলী খান ইসলামাবাদে সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, জাফর এক্সপ্রেস হামলার পর অভিযান চালিয়ে যাত্রীদের উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা সূত্রে জানা গেছে  সন্ত্রাসীরা আফগানিস্তানে থাকা তাদের সহযোগীদের সাথে যোগাযোগ করেছিল।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ইন্টারসেপ্ট করা কলগুলো আক্রমণকারীদের সঙ্গে আফগানিস্তানে থাকা তাদের কামান্ডারদের সঙ্গে যোগাযোগের বিষয়টি নিশ্চিত করেছে। সন্ত্রাসীরা আফগানিস্তানে নিরাপদ আশ্রয়ে রয়েছে। পাকিস্তান বারবার আফগান অন্তর্বর্তী সরকারকে বিএলএর মতো গোষ্ঠীগুলোকে সন্ত্রাসবাদের জন্য তার মাটি ব্যবহার করতে বাধা দেয়ার জন্য অনুরোধ করেছে। তবে এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না আফগান সরকার। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তানের লক্ষ্য আফগানিস্তানের সাথে বন্ধুত্বপূর্ণ এবং ঘনিষ্ঠ সম্পর্ক জোরদার করা।

এদিকে ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশন্সের (আইএসপিআর) ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, জাফর এক্সপ্রেসের ঘটনা যেই করেছে, তাকে খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে। তিনি যোগ করেছেন যে, ইসলাম, পাকিস্তান এবং বেলুচিস্তানের সাথে সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই।

অপর এক বিবৃতিতে আইএসপিআর বলেছে, গোয়েন্দা প্রতিবেদনগুলো দ্ব্যর্থহীনভাবে নিশ্চিত করেছে যে আক্রমণটি আফগানিস্তান থেকে পরিচালিত সন্ত্রাসবাদী চক্রের নেতাদের নির্দেশনায় হয়েছে। এছাড়া ঘটনার পুরো সময় ধরে সন্ত্রাসীদের সাথে আফগানিস্তানে থাকা সন্ত্রাসীদের সরাসরি যোগাযোগে ছিল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়