শিরোনাম
◈ অপরাধীদের দ্রুত শনাক্ত করে শান্তি নিশ্চিত করুন: মির্জা ফখরুল ◈ যশোরের আশরাফুল হত্যা মামলার দুই আসামী গ্রেফতার ◈ বড় ব্যবধানে শ্রীলংকাকে হারিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ ◈ সোহাগ হত্যায় ব্যাপক সমালোচনা, চাপে বিএনপি ◈ নিরাপত্তা দাবিতে মিটফোর্ড মেডিক্যালে ছাত্র ও ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন, হাসপাতাল ‘শাটডাউন’ ঘোষণা ◈ মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ হাসপাতালে ভর্তি ◈ ছোট উদ্যোক্তাদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক! ◈ কুমিল্লা নগরীর ছোটরায় আ.লীগ নেতা হামিদকে মারধর করে পুলিশ দিলেন স্থানীয়রা ◈ কুমিল্লার যে সড়কে বার মাস জলাবদ্ধতা থাকে ◈ চট্টগ্রামে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে পাউবো'র উচ্ছেদ অভিযান

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৫, ০৩:৩১ দুপুর
আপডেট : ০২ মে, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে শেখ হাসিনার নামে শ্লোগান, পরিচালক বরখাস্ত

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা সম্বলিত লোগো ব্যবহার করায় প্রতিষ্ঠানের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক গোলাম সরোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন প্রতিষ্ঠানের উপ-উপাচার্য ও রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া। 

এর আগে বুধবার দুপুরে জরুরি সভা ডেকে তাকে সাময়িক বরখাস্ত করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সন্ধ্যায় এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। উপ-উপাচার্য ও রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, সরকারি ভ্যাট ও উৎসে কর পরিশোধ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপনের পক্ষে প্রকাশিত বিজ্ঞপ্তিতে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের শ্লোগান সম্বলিত নিষিদ্ধ প্যাড ব্যবহারের অভিযোগ প্রমাণিত হয়েছে। যা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী আচরণ বিধিমালা ৪ ধারা লঙ্ঘিত হয়েছে। যে কারণে প্রতিষ্ঠানের ১১ (৭) আইনের ধারা অনুযায়ী অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক গোলাম সরোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ সময় তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

বুধবার অপরাহ্ন থেকে এ আদেশ কার্যকর হবে বলে ওই আদেশে উল্লেখ করা হয়েছে। এর আগে ১৩ জানুয়ারি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (রবিবার) এর অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক গোলাম সরোয়ার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তির ওপরের অংশের ডান পাশে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান সম্বলিত একটি লোগো রয়েছে। যা প্রকাশিত হওয়ার পর পরিচালক গোলাম সরোয়ারের শাস্তির দাবিতে কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যার প্রমাণও পেয়েছে কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়