শিরোনাম
◈ মার্কিন শুল্ক: বাংলাদেশের রপ্তানিতে প্রভাব, বেকারত্বের শঙ্কা ◈ ক্ষমতার চূড়ান্ত পরিণতি, শাসকদের জন্য যে শিক্ষা রেখে গেল হাসিনার পতন: স্টেটসম্যানের সম্পাদকীয় ◈ সংবিধান, সংস্কার ও সমাধান: রাজনৈতিক দলগুলোর প্রতি আইনজীবী শিশির মনিরের খোলা চিঠি ◈ হাইকোর্টে টিউলিপ সিদ্দিকের মামলা স্থগিত, আপিলের সিদ্ধান্ত দুদকের ◈ সঠিক পথে এগোচ্ছে বাংলাদেশ’—অর্থনীতিতে আশাবাদী বিশ্বব্যাংক ◈ ডলারের দাম আরও কমেছে, বাড়ছে টাকার মান ও রিজার্ভ ◈ ঝালকাঠিতে এনসিপি’র গাড়িবহর আটকে দিলো বৈষম্যবিরোধীদের একটি পক্ষ (ভিডিও) ◈ নেপা‌লের বিরু‌দ্ধে শ্বাসরুদ্ধকর জয় বাংলা‌দেশ নারী দ‌লের ◈ মিটফোর্ডে সোহাগ হত্যা: নেত্রকোনা থেকে দুই আসামি গ্রেফতার ◈ মাহফুজ হত্যাকাণ্ড: ছিনতাইকারী চক্রের চার সদস্য গ্রেপ্তার

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৫, ০৮:৩৬ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় মা ও দুই সন্তান হত্যা: তিন দিনের রিমান্ড শেষে ৮ আসামি কারাগারে

শাহাজাদা এমরান,কুমিল্লা: কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার থানার কড়ইবাড়ি গ্রামে মা ও দুই সন্তানকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার আট আসামিকে তিন দিনের রিমান্ড শেষে রবিবার (১৩ জুলাই) কারাগারে পাঠানো হয়েছে। সেদিন দুপুরে আসামিদের কুমিল্লার আমলি আদালত-১১-তে হাজির করা হলে বিচারক মমিনুল হক তাদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণের আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই নয়ন কুমার চক্রবর্তী। গ্রেপ্তার আট আসামি হলেন- ইউপি সদস্য বাচ্চু মিয়া, রবিউল আউয়াল, আতিকুর রহমান, মো. বায়েজ মাস্টার, দুলাল, আকাশ, সবির আহমেদ ও নাজিমউদ্দীন বাবুল।

এর আগে ৭ জুলাই ডিবি পুলিশের পক্ষ থেকে তাদের সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত ৯ জুলাই তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। জেলা ডিবি সূত্রে জানা গেছে, রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় আসামিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আরও যেসব ব্যক্তি ঘটনার সঙ্গে জড়িত—তাদের চিহ্নিত করে মামলায় অন্তর্ভুক্ত করা হবে। আদালতের পরিদর্শক সাদিকুর রহমান জানান, আট আসামির কেউ এখনও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়নি।

নিহত রুবি বেগমের বড় মেয়ে রিক্তা আক্তার বলেন, ঘটনার পর পুলিশ আমাদের বাড়ির প্রতিটি ভবনে তালা লাগিয়ে দিয়েছে। প্রতিদিন লোকজন দেখতে এলেও আমরা ঢুকতে পারছি না। পুলিশ আর কয়দিন নিরাপত্তা দেবে? আমরা চাই, ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লালকে আটক করা হোক, তাহলে সব নাম বেরিয়ে আসবে।

গত ৩ জুলাই সকালে কড়ইবাড়ি গ্রামে একটি মোবাইল ফোন চুরি ও মাদক ব্যবসার অভিযোগ তুলে স্থানীয় কিছু ব্যক্তি ‘মব’ তৈরি করে রোকসানা বেগম ওরফে রুবি, তার ছেলে রাসেল মিয়া ও মেয়ে তাসপিয়া আক্তার ওরফে জোনাকিকে প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। নিহতের আরেক মেয়ে রুমা আক্তার গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন।

দুই দিন পর, নিহত রুবির মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লালসহ ৩৮ জনের নাম উল্লেখ করে এবং আরও ২৫ জনকে অজ্ঞাত আসামি করে বাঙ্গরাবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্তের দায়িত্ব নেয় ডিবি পুলিশ। ডিবি’র ওসি আব্দুল্লাহ বলেন, রিমান্ডে আসামিদের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এসব তথ্য এখন প্রকাশ করা যাচ্ছে না। চেয়ারম্যান শিমুল বিল্লালসহ অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে একাধিক টিম মাঠে কাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়