শিরোনাম
◈ পোশাক খাতের সাফল্যের পাশাপাশি পশ্চিমা বাজারে ঝুঁকি বাড়ছে ◈ বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরকে ফেরত পাঠানো হলো বিমানবন্দর থেকে ◈ গুলশানের হোটেল ওয়েস্টিনে মার্কিন নাগরিকের লাশ ◈ খুলনায় রূপসা সেতুর নিচ থেকে সাংবাদিকের লাশ উদ্ধার ◈ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ ◈ বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, সোমবার সকাল ৯ টার মধ্যে ছাড়তে হবে হল ◈ প্রেসক্রিপশনের ছবি তোলা নিয়ে কথা বলায় জামায়াত নেতার উপর ক্ষেপলেন চিকিৎসক (ভিডিও) ◈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা: নারী কোটা বাতিল ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক: গণপরিষদ নির্বাচনের দাবি, জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের পক্ষে এনসিপি ◈ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, বিএনপিকে আশ্বাস প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৫, ১২:২৮ রাত
আপডেট : ২৭ আগস্ট, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

নেপা‌লের বিরু‌দ্ধে শ্বাসরুদ্ধকর জয় বাংলা‌দেশ নারী দ‌লের

স্পোর্টস ডেস্ক : দুই দলই দুর্দান্ত খে‌লে‌ছে, ত‌বে প্রথমা‌র্ধে এক‌পেশে ‌খে‌লে দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। 

বিরতির পর সাগরিকার লাল কার্ডে ঝিমিয়ে পড়ে স্বাগতিকরা। সেই সুযোগে সমতায় ফেরে নেপাল। যখন মনে হচ্ছিল খেলা নিশ্চিত ড্রয়ের পথে, তখনই গোল করে বাংলাদেশকে দারুণ জয় এনে দিয়েছেন তৃষ্ণা রানী।

ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় মেয়েদের অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে ৩-২ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় বাংলাদেশ।

আগের ম্যাচে সাগরিকার হ্যাটট্রিকে শ্রীলঙ্কাকে ৯-১ গোলে হারানো পিটার বাটলারের দল এদিনও শুরুটা করে আক্রমণাত্মক। তবে গোলের জন্য স্বাগতিকদের অপেক্ষা করতে হয় ১৩তম মিনিট পর্যন্ত। মুনকি আক্তারের শট গোললাইন থেকে ফিরিয়ে দেন প্রতিপক্ষ এক খেলোয়াড়। কিন্তু ফিরতি শটে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান শিখা জাহান।

পিছিয়ে পড়ার পর একাধিক সুযোগ নষ্ট হয় নেপালের। তবে ৩৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাগরিকা। শিখার দুটি শট গোলরক্ষক ফিরিয়ে দেওয়ার পর ফিরতি শটে গোল করেন সাগরিকা।

৫৫ মিনিটে মেজাজ হারিয়ে হাতাহাতিতে জড়ান বাংলাদেশের সাগরিকা ও নেপালের সিমরান রায়। শাস্তি হিসেবে সরাসরি লাল কার্ড দেখেন দুজনই। ম্যাচের বাকিটা সময় ১০ জন নিয়ে খেলতে হয় দু’দলকে। সাগরিকা মাঠ ছাড়ার পর বাংলাদেশের আক্রমণভাগ খানিকটা ঝিমিয়ে পড়ে। বেশ কয়েকটি সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি কেউ।

উল্টো ৭৬তম ও ৮৭তম মিনিটে দুটি গোল হজম করে বসে স্বাগতিকরা। তবে যোগ করা সময়ের শেষ মুহূর্তে উমেলা মারমার ক্রস থেকে দলের জয়সূচক গোলটি এনে দেন তৃষ্ণা।

এই জয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে বাটলারের শিষ্যরা।

‎পাঁচটি দেশের এই টুর্নামেন্টে ভারতের অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত গতবারে যৌথ চ্যাম্পিয়নরা নাম প্রত্যাহার করে নেয়। ফলে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানকে নিয়ে শুরু হয়েছে এবারের আসর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়