শিরোনাম
◈ মার্কিন শুল্ক: বাংলাদেশের রপ্তানিতে প্রভাব, বেকারত্বের শঙ্কা ◈ ক্ষমতার চূড়ান্ত পরিণতি, শাসকদের জন্য যে শিক্ষা রেখে গেল হাসিনার পতন: স্টেটসম্যানের সম্পাদকীয় ◈ সংবিধান, সংস্কার ও সমাধান: রাজনৈতিক দলগুলোর প্রতি আইনজীবী শিশির মনিরের খোলা চিঠি ◈ হাইকোর্টে টিউলিপ সিদ্দিকের মামলা স্থগিত, আপিলের সিদ্ধান্ত দুদকের ◈ সঠিক পথে এগোচ্ছে বাংলাদেশ’—অর্থনীতিতে আশাবাদী বিশ্বব্যাংক ◈ ডলারের দাম আরও কমেছে, বাড়ছে টাকার মান ও রিজার্ভ ◈ ঝালকাঠিতে এনসিপি’র গাড়িবহর আটকে দিলো বৈষম্যবিরোধীদের একটি পক্ষ (ভিডিও) ◈ নেপা‌লের বিরু‌দ্ধে শ্বাসরুদ্ধকর জয় বাংলা‌দেশ নারী দ‌লের ◈ মিটফোর্ডে সোহাগ হত্যা: নেত্রকোনা থেকে দুই আসামি গ্রেফতার ◈ মাহফুজ হত্যাকাণ্ড: ছিনতাইকারী চক্রের চার সদস্য গ্রেপ্তার

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৫, ০৮:২৪ রাত
আপডেট : ১৪ জুলাই, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে পাউবো'র উচ্ছেদ অভিযান

এম আর আমিন, চট্টগ্রাম : চট্টগ্রামের শিল্প গ্রূপ মোস্তফা হাকিমের অবৈধ দখলদারিত্ব পাউবো'র জায়গায়  শেখ রাসেল মিনি স্টেডিয়াম উচ্ছেদ। চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ড  (পাউবো)।রোববার(১৩ জুলাই) সকাল সাড়ে ৯ টা থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাট্টলী সার্কেলের সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এসময় পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হাসান অভিযানে উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পক্ষে চট্টগ্রাম পওর (১) এর নির্বাহী  প্রকৌশলী শওকত ইবনে শহীদ,উপ বিভাগীয় প্রকৌশলী বর্ণ হক,আনিস হায়দার, সোহাগ তালুকদার,অমিত মজুমদার, উপ-সহকারী প্রকৌশলী, মনির হক, প্রজ্ঞান চাকমা। আইনশৃঙ্খলা রক্ষার্থে সেনা ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পাউবো সুত্র জানায়, চট্টগ্রাম উত্তর  কাট্টলী ও হালিশহর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মালিকানাধীন প্রায় ৩২ একর জমি দীর্ঘদিন ধরে বেদখলে। কেউ খামার গড়ে তুলেছেন, কেউ ঘরবাড়ি বানিয়েছেন, আবার কেউ বানিজ্যিক স্থাপনাও নির্মাণ করেছেন।  বড় একটি অংশে শেখ রাসেলের নামে একটি মিনি স্টেডিয়াম নির্মা ণ করেছেন মোস্তফা হাকিম গ্রূপ যেটি মোস্তফা হাকিম মিনি স্টেডিয়াম হিসেবেও পরিচিত ছিল।

জানা গেছে, ১৯৭০ সালে শহর রক্ষা বাঁধ নির্মাণের জন্য চট্টগ্রাম নগরীর পশ্চিমাঞ্চলে প্রায় ২ হাজার ৬৪২ একর জমি অধিগ্রহণ করে সরকার। এর মধ্যে উল্লেখযোগ্য একটি অংশ ছিল কাট্টলী ও হালিশহর এলাকায়। বাঁধ-কাম-সড়ক নির্মাণের পর প্রকল্পের বেশিরভাগ জমি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। এই সুযোগকে কাজে লাগিয়েই প্রভাবশালী মহল দখলে নেয় এসব জমি।

স্থানীয়রা জানান, দখলকারীরা প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করার সাহস পায় নাই। এমনকি কেউ কেউ পাউবোর জায়গায় স্থায়ী পাকা ঘর নির্মাণ করে সেখানে ভাড়াটিয়া উঠিয়ে দিচ্ছেন। এর ফলে সরকার হারাচ্ছে রাজস্ব, আর সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে জনস্বার্থমূলক ব্যবহারের সুযোগ থেকে।

জমি দখলের বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাও স্বীকার করেছেন। তারা জানান, আগেও কয়েকবার উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার আমলে রাজনৈতিক ও স্থানীয় প্রভাবশালী নেতাদের চাপে তা স্থায়ী হয়নি। 

স্থানীয়দের অভিযোগ, জমি দখল করে এখন সেখানে ঘর-বাড়ি নির্মাণের পাশাপাশি জমি কেনাবেচাও চলছে। এমনকি অনেক জায়গায় পাকা ভবন গড়ে তুলেছেন দখলদাররা।

স্থানীয় বাসিন্দা কালাম উদ্দিন বলেন, প্রথমে কয়েকজন ঘর তুলে থাকতেন। এখন অনেকে জমি ঘেরাও করে পাকা দালান তুলেছে। এটা সরকারি জায়গা জেনেও কেউ কিছু বলার সাহস করে না।”

পানি উন্নয়ন বোর্ড অবৈধ ৩৯ দখলদার চিহ্নিত করেছে। এরমধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য দিদারুল আলম, সাবেক মেয়র মনজুর আলম, চসিকের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা নিছার উদ্দিন আহমদ মঞ্জু, যমুনা গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজ, সাবেক কাউন্সিলর আবুল হাসেমসহ আরও অনেকে। 

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে সাহীদ বলেন, হালিশহর, পাহাড়তলী, উত্তর হালিশহর, দক্ষিণ কাট্টলী, উত্তর কাট্টলী মৌজায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে কাভার্ডভ্যান, ইয়ার্ড, রেস্টুরেন্ট, গ্যারেজ ও ডেইরি ফার্মসহ নানা স্থাপনা নির্মাণ করা হয়েছে। উচ্ছেদ অভিযান শুরু করেছি, টানা তিনদিনব্যাপী অবৈধ স্থাপনা উচ্ছেদের এ অভিযান চলবে। এজন্য জেলা প্রশাসন তিনজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছেন। সেনাবাহিনী, পুলিশসহ যৌথভাবে অভিযান পরিচালনা করা হবে।

পাউবো জানায়, ৩৯ প্রভাবশালীর কাছে হালিশহর ও পাহাড়তলী এলাকার প্রায় ৩২ একর জায়গা দখলে রয়েছে। যার বর্তমান বাজার দর প্রায় ৪০০ কোটি টাকা। গত ১৬ বছর ধরে এসব জায়গা দখল করে কাভার্ডভ্যান ইয়ার্ড, ডিপো, ডেইরি ফার্ম, গাড়ির গ্যারেজ, হোটেল, ভাড়া ঘরসহ নানা স্থাপনা নির্মাণ করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের জায়গা ভাড়া দিয়ে কোটি কোটি টাকা আদায় করছেন প্রভাবশালীরা। তবে স্থানীয়রা জানান, দখলদারদের অনেকেই দখলস্বত্ব বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, শহরের গুরুত্বপূর্ণ এলাকায় সরকারি জমি দখলে চলে যাওয়া খুবই উদ্বেগজনক। তারা দ্রুত আইনগত ব্যবস্থা ও জমিগুলো জনস্বার্থে ব্যবহারযোগ্য করে তোলার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়