ছোট আমদানিকারক ও রপ্তানিকারকদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ছোট উদ্যোক্তাদের সুবিধার্থে বৈদেশিক মুদ্রা লেনদেন নীতিমালা শিথিল করা হয়েছে। ফলে এখন থেকে ছোট আমদানিকারক ও রপ্তানিকারকরা বিদেশে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে পণ্য আমদানি বা রপ্তানি করতে পারবেন। এর বিপরীতে নগদ, এগ্রিম বা ডকুমেন্টের মাধ্যমে বৈদেশিক দায় সমন্বয় করতে পারবেন।
প্রচলিত আন্তর্জাতিক বাণিজ্য নীতি অনুসরণ করে এ ধরনের বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ব্যাংকগুলোকে ছোট আমদানিকারকদের সহায়তা করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এ বিষয়ে রোববার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। বিষয়টি ব্যাংকের সংশ্লিষ্ট গ্রাহকদেরকে জানানোর জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বিদ্যমান চুক্তির আওতায় ছোট আমদানিকারক ও রপ্তানিকারকরা বৈদেশিক বাণিজ্যের ফলে লেনদেন নিষ্পত্তি করতে পারেন না। কারণ, প্রয়োজনীয় পদ্ধতি তাদের পক্ষে অনুসরণ করা সম্ভব হয় না। এ কারণে কেন্দ্রীয় ব্যাংক নীতিমালা শিথিল করে ছোট উদ্যোক্তাদেরকে আমদানি ও রপ্তানি বাণিজ্য করার সুযোগ করে দিয়েছে।