শিরোনাম
◈ ভোটার উপস্থিতিই কি নির্বাচনকে গ্রহণযোগ্য বানায়? ◈ অ‌স্ট্রেলিয়ার বিগ ব‌্যাশ দল হোবার্ট হারিকেন্স কোচ রিশাদ হো‌সে‌নের প্রশংসায় পঞ্চমুখ  ◈ গায়ানার জর্জটাউনে চার্জ দ্য অ্যাফেয়ার্স বা ফার্স্ট সেক্রেটারি পর্যায়ের একটি নতুন কূটনৈতিক মিশন স্থাপনের সিদ্ধান্ত ◈ এবার ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে আপত্তি জানিয়েছে ইংল্যান্ড! ◈ ‌তেরান‌কে এবার ইংল‌্যা‌ন্ডের হুম‌কি, কো‌নো অজুহাত ছাড়া পরমাণু কর্মসূচি বা‌তিল কর‌তে হ‌বে ◈ বাংলাদেশে গিয়ে আসামের মিঞাঁ মুসলমানদের ভোট দিতে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ◈ হা‌রিস রউফ পাকিস্তানের বিশ্বকাপ দলে না থাকায় বিস্মিত অ‌স্ট্রেলিয়ার ক্লার্ক ও ফিঞ্চ ◈ ভোটারদের মন জয় করতে প্রতিশ্রুতির প্রতিযোগিতা, বক্তব্যে উত্তাপ ◈ সাবেক ৩০ এমপির গাড়ি নিয়ে বিপাকে পড়ল এনবিআর ◈ গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে সরকারের মেয়াদ বাড়বে এমন তথ্য ভিত্তিহীন: প্রধান উপদেষ্টার প্রেস উইং

প্রকাশিত : ১৬ মে, ২০২৪, ১০:২৯ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২৪, ০৬:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্জেন্টিনায় বৃদ্ধার আগুনে পুড়ে মরল তিন সমকামী নারী

সাজ্জাদুল ইসলাম: [২] আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের একটি বোর্ডিংয়ে এ ঘটনা ঘটে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম বুয়েন্স আয়ার্স হেরাল্ড এ খবর জানিয়েছে। সূত্র: রয়টার্স

[৩] পত্রিকাটি জানায়, গত ৬ মে ওই বৃদ্ধ সমকামী নারীদের বোর্ডিং রুমে ঢুকে একটি মলটোভ ককটেল ছুড়ে মারেন। এতে পামেলা ফাবিয়ানা কোবাস নামের এক নারী তাৎক্ষণিকভাবে প্রাণ হারান। তার সমকামী সঙ্গী মার্সেডেস রোক্সানা ফিগুয়েরোয়া দুই দিন পর অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে মারা যান। আর তৃতীয় নারী আন্দ্রেয়া আমারত্নে গত ১২ মে মারা যান।

[৪] অগ্নিকাণ্ডে আহত চতুর্থ নারী ৪৯ বছর বয়সী সোফিয়া ক্যাসট্রোরিগলোস এখনো হাসপাতালে আছেন। তবে তিনি বেঁচে যাবেন বলে ধারণা করা হচ্ছে।

[৫] জুস্তো ফার্নান্দো বারিয়োন্তোস নামের ৬২ বছর বয়সী বৃদ্ধা ওই সমকামী নারীদের ওপর হামলা চালান। দেশটির স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, দাহ্যপদার্থে চোবানো একটি ন্যাকড়া তিনি ওই নারীদের রুমে ছুড়ে মারেন। এরপর সেখানে আগুন ধরে যায়। 

[৬] ওইদিন রাতেই তাকে গ্রেপ্তার করা হয়। তবে ওই সময় তিনি আহত ছিলেন। ফলে প্রথমে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই সমকামী নারীদের ওপর হামলাকারী বৃদ্ধা ক্ষুব্ধ ছিলেন। এর আগেও তিনি তাদের একাধিকবার তাদেরকে এ জন্য হুমকি দিয়েছিলেন।

[৭] ধর্মীয় বিধিবিধানে সমকামিতা একটি জঘন্য অপরাধ। ফলে বেশিরভাগ দেশেই এটি নিষিদ্ধ রয়েছে। তবে ২০১০ সালে আর্জেন্টিনায় এটিকে বৈধতা দেওয়া হয়। পশ্চিমা দেশগুলোতে অবশ্য সমকামীতাকে বৈধতা দেওয়া হয়েছে। সম্পাদনা: রাশিদ 

এসআই/আর/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়