শিরোনাম
◈ পাল্টা শুল্ক আরও কমার ইঙ্গিত দিলেন নিরাপত্তা উপদেষ্টা ◈ গার্ডিয়ানে টিউলিপের সাক্ষাৎকারের ‘ছয়টি উল্লেখযোগ্য বিষয়ে’ বার্গম্যানের অভিমত ◈ পদ্মা-মহানন্দার ভাঙনে হুমকিতে জনপদ, সরানো হচ্ছে নারায়ণপুর ইউপি ভবন, স্থায়ী বাঁধের দাবি ◈ ভাইরাল হওয়াই কাল হল ফুটপাতের সেই বুফে বিক্রেতার! (ভিডিও) ◈ ভাইসা আসি নাই, কথা বলার সময় মুখ সামলায় বলবা : আনোয়ার হোসেন মঞ্জু (ভিডিও) ◈ ফোন হারিয়ে রেলস্টেশনে বিদেশির কান্না ভাইরাল, অভিযোগ পায়নি পুলিশ (ভিডিও) ◈ ফেব্রুয়ারির নির্বাচনে সম্মতি, তবে পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে অটল জামায়াত ◈ রিজার্ভ এখন ৩০.২৫ বিলিয়ন ডলার ◈ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, গুরুত্ব পাবে যেসব বিষয় ◈ বাংলাদেশের মেয়েরা যেভা‌বে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূলপর্বে 

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৫, ১০:২৫ রাত
আপডেট : ১১ আগস্ট, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

গণতন্ত্র রক্ষায় স্বাধীন সাংবা‌দিকতার বিকল্প নেই: আলতাফ হো‌সেন চৌধুরী

নিজস্ব প্রতি‌বেদক : বাংলা‌দেশ জাতীয়তাবাদী দল বিএন‌পির ভাইস চেয়ারম‌্যান ও বিমানবা‌হিনী প্রধান এয়ার ভাইস মার্শাল ( অব.) আলতাফ হো‌সেন চৌধুরী ব‌লে‌ছেন, দেশ ক্রা‌ন্তিকা‌লের মধ‌্যদি‌য়ে চল‌ছে। গণতন্ত্র নেই বল‌লেই চ‌লে। দে‌শের গণতন্ত্র রক্ষা কর‌তে হ‌লে স্বাধীন সাংবা‌দিকতার বিকল্প নেই।

‌তি‌নি ব‌লেন, গত ১৬ বছর ধ‌রে বাংলা‌দে‌শের সাংবা‌দিকরা সব‌চে‌য়ে বে‌শি অব‌হে‌লিত ছি‌লো। এই দীর্ঘ সম‌য়ে অ‌নেক সাংবা‌দিক গুম ও খু‌নের শিকার হ‌য়ে‌ছেন, যে কার‌ণে স‌ঠিক তথ‌্য পাওয়া থে‌কে ব‌ঞ্চিত হ‌য়ে‌ছে দেশবাসী।

শুক্রবার ( ৮ আগস্ট) নগরীর এক‌টি রে‌স্তোরায় অনু‌ষ্ঠিত পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ঢাকায় বসবাসরত ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের এক অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে  বিএন‌পি নেতা এসব কথা ব‌লেন।

গাজীপু‌রে সাংবা‌দিক হত‌্যার প্রসঙ্গ তু‌লে এই বিএন‌পি নেতা ব‌লেন, ফ‌্যা‌সিবাদী সরকার যেভা‌বে সাংবা‌দিক‌দের উপর নী‌পিড়ন চা‌লি‌য়ে‌ছি‌লো, সেই ধারাবা‌হিকতা চল‌ছে অন্তর্বর্তীকালীন সরকারের আম‌লেও।

আলতাফ চৌধুরী আ‌রো ব‌লেন, দেশজু‌ড়ে খুন রাহজা‌নি থে‌কে মু‌ক্তি পে‌তে হ‌লে দে‌শে এক‌টি গণতা‌ন্ত্রিক সরকার প্রয়োজন। সেই ল‌ক্ষ্যে সরকার‌কে দ্রুত নির্বাচ‌নের ব‌্যবস্থা কর‌তে হ‌বে।  

তি‌নি আ‌রো ব‌লেন, সাংবা‌দিক‌দের সমা‌জের দর্পণ বলা হয়, তা‌দের কলম‌কে বলা হয় অ‌স্ত্রের চে‌য়েও শ‌ক্তিশালী। অথচ এই সাংবা‌দিকরাই এখন দে‌শের সব জায়গায় নিগৃহীত। স্বাধীন সাংবা‌দিকতা ব‌লে কিছু নেই।

 ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরামের এই  অভিষেক অনুষ্ঠানে আ‌রো উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক,  অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়া , বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক ইমাম জাফর শিকদার , বাংলাদেশ পুলিশের ডিআইজি রুহুল আমীন শিপার, সহকারী অ্যাটর্নি জেনারেল আরিফুর রহমান আরিফ, ঢাকাস্থ মির্জাগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির নির্বাহী সভাপতি শাহাবুদ্দিন খান, মির্জাগঞ্জ উপজেলা উন্নয়ন সংসদের সভাপতি ড. আলমগীর হোসেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিধ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. নজরুল ইসলাম আকাশ, মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরী পাশা, উপজেলা সমাজ কল্যাণ সমিতির সভাপতি নাসির উদ্দিন, বিএনপির সিন্রি সহ সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ।

সাংবা‌দিক ফোরা‌মের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সজীবের সঞ্চালনায় জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহত সাংবাদিকদের স্মর‌ণে মাগফিরাত কামানা ক‌রে দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। 

শুরু‌তেই প্রধান অতিথিকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন  সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সজীব। অনুষ্ঠানে সংগঠন কতৃক প্রকাশিত ম্যাগাজিন ‘পায়রার ডাক’ এর মোড়ক উ‌ম্মোচন ক‌রেন প্রধান অতিথি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়