শিরোনাম
◈ পোশাক রপ্তানিতে বিশ্ব শীর্ষ দেশ ও বাংলাদেশের অবস্থান ◈ সাংবাদিক তুহিন হ ত্যা য় চাঞ্চল্যকর তথ্য দিলেন আসামিরা! (ভিডিও) ◈ রাজধানীর নিউ মার্কেট থেকে 'সামুরাই' চাপাতিসহ ১১০০ ধারালো 'অস্ত্র' উদ্ধার (ভিডিও) ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার জাহাঙ্গীরনগরে হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ◈ নীলা ইস্রাফিলের ফেসবুক পোস্টে চটেছেন তুষার, দিলেন কড়া জবাব ◈ পূর্ব ইউক্রেনের বিনিময়ে যুদ্ধবিরতির প্রস্তাব, ইউরোপীয়দের চোখে পুতিনের কৌশল ◈ তুষার আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে, যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে: নীলা ইস্রাফিলের (ভিডিও) ◈ যশোরে ডিবি হেফাজতে থাকা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংঘের সভাপতি ও সাধারণ সম্পাদক কারাগারে ◈ নির্বাচনে বিরূপ প্রভাব ফেলতে পারে এমন বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান তারেক রহমানের ◈ উপদেষ্টাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিয়ে সরকারের বিবৃতি

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৫, ১২:৩৪ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

নির্বাচনে বিরূপ প্রভাব ফেলতে পারে এমন বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান তারেক রহমানের

মনিরুল ইসলাম : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে সবাইকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করা হবে।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে, রমজানের আগে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণার পর মিত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করেছে বিএনপি। শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দ্বিতীয় দিনের বৈঠকে ১৮টি দলের নেতারা অংশ নেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান।

তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায় অনুযায়ী বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও কল্যাণভিত্তিক রাষ্ট্রে রূপান্তর করা হবে। এসময় তিনি নির্বাচনকে কেন্দ্র করে বিরূপ প্রভাব ফেলতে পারে—এমন বক্তব্য ও বিবৃতি থেকে বিরত থাকার আহ্বান জানান।

শনিবারের বৈঠকে অংশ নেয়া দল ও জোটগুলোর মধ্যে ছিল—জন অধিকার, পিপলস পার্টি, ন্যাপ ভাসানী, গণতান্ত্রিক বাম ঐক্য, আমজনতা দল, গণফোরাম, এনডিএম, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও গণতন্ত্র মঞ্চ। ধারাবাহিকভাবে বিকেল থেকে রাত পর্যন্ত এসব দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান এবং সমমনা দল ও জোটগুলোকে সর্বশক্তি নিয়ে মাঠে নামার আহ্বান জানান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

তারেক রহমান বলেন, ৩১ দফা জনগণের সামনে তুলে ধরতে হবে; নির্বাচনে এটিই হবে বিএনপির প্রতিশ্রুতিপত্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়