শিরোনাম
◈ পোশাক রপ্তানিতে বিশ্ব শীর্ষ দেশ ও বাংলাদেশের অবস্থান ◈ সাংবাদিক তুহিন হ ত্যা য় চাঞ্চল্যকর তথ্য দিলেন আসামিরা! (ভিডিও) ◈ রাজধানীর নিউ মার্কেট থেকে 'সামুরাই' চাপাতিসহ ১১০০ ধারালো 'অস্ত্র' উদ্ধার (ভিডিও) ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার জাহাঙ্গীরনগরে হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ◈ নীলা ইস্রাফিলের ফেসবুক পোস্টে চটেছেন তুষার, দিলেন কড়া জবাব ◈ পূর্ব ইউক্রেনের বিনিময়ে যুদ্ধবিরতির প্রস্তাব, ইউরোপীয়দের চোখে পুতিনের কৌশল ◈ তুষার আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে, যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে: নীলা ইস্রাফিলের (ভিডিও) ◈ যশোরে ডিবি হেফাজতে থাকা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংঘের সভাপতি ও সাধারণ সম্পাদক কারাগারে ◈ নির্বাচনে বিরূপ প্রভাব ফেলতে পারে এমন বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান তারেক রহমানের ◈ উপদেষ্টাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিয়ে সরকারের বিবৃতি

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৫, ১২:৩৭ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরে ডিবি হেফাজতে থাকা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংঘের সভাপতি ও সাধারণ সম্পাদক কারাগারে

ইমরুল কায়েশ, যশোর: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে দায়ের করা ঢাকার যাত্রাবাড়ী থানার একটি মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার দুপুরে যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংঘের খুলনা বিভাগীয় সম্মেলন চলাকালে তাদের আটক করা হয়। শনিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঢাকা দক্ষিণ যুবলীগের নেতা মো. এনামুল হক ও মো. রোবেল হোসেন। একই সঙ্গে তারা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংঘের সভাপতি ও সাধারণ সম্পাদক।

যশোর ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভুঁইয়া জানান, এনামুল হক ও রোবেল হোসেন যাত্রাবাড়ী থানার সিআর ৯৩৭/২০২৪ মামলার যথাক্রমে ৬২ ও ৬৪ নম্বর আসামি। মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপন সংবাদের ভিত্তিতে তাদের হেফাজতে নেওয়া হয়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, আটক দুইজনের বিরুদ্ধে ঢাকার রমনা থানায় একটি মামলা রয়েছে এবং ময়মনসিংহের একটি মামলায় তাদের নাম আছে। অন্যান্য থানায় মামলা আছে কি না, তা যাচাই করা হচ্ছে।

এদিকে, শনিবার ফতেপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ওহিদুল ইসলাম বাদী হয়ে আটক ওই দুই যুবলীগ নেতার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন (মামলা নং–২৯/০৯.০৮.২০২৫)।

যুবদল সভাপতি ওহিদুল ইসলাম অভিযোগ করেন, এনামুল ও রোবেল যাত্রাবাড়ীর যুবলীগ ক্যাডার এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে নিপীড়ন চালিয়ে আসছেন। তারা যশোরে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংঘের সভার আড়ালে নাশকতার পরিকল্পনা করছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়