নোয়াখালী প্রতিনিধিঃ বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, জুলাই-আগস্টে বিপ্লব করে ফ্যাসিবাদকে বিদায় করেছি। নির্বাচনে কারো মার্কা হবে ধানের শীষ, কারো হবে দাঁড়িপাল্লা, কিন্তু সবাইকে এক থাকতে হবে যেনো বাংলাদেশে আর ফ্যাসিবাদ তৈরি না হয়। আমাদের দলের নেতাকর্মীদের মধ্যে বিভেদ ভুলে গিয়ে চিরস্থায়ীভাবে ফ্যাসিবাদের কবর রচনা করা হবে।
শনিবার (০৯ আগস্ট) বিকেলে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা কৃষকদলের আয়োজনে চরজব্বর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন
মোহাম্মদ শাহজাহান বলেন, এমপি, মন্ত্রী আমার কাছে বড় না, বড় হচ্ছে আমার দেশের জনগন। যারা সত্যিকারের মানুষ তারা নিজের স্বার্থ নয়, দেশকে ভালোবাসে। আমি দলের দুরদিনে ছিলাম, এখনও আছি।
তিনি বলেন, অতীতে যা হয়েছে সেগুলো ভুলে গিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র চলছে আমাদের মধ্যে বিবাদ ও বিরোধ তৈরি করতে। তারেক রহমান বলেছেন সবাইকে ধৈর্য্য ধরতে হবে। ধৈর্য্য ধরে ঐক্যবদ্ধ থেকে আমাদেরকে এ ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে।
শাহজাহান বলেন, সংবিধানে বিসমিল্লাহ জিয়াউর রহমান সংযুক্ত করেছেন। তিনি শ্রদ্ধার সাথে জীবনযাপন করেছেন। আল্লাহ যাকে সম্মান দেন কেউ তাকে অপমান করতে পারে না। তাই মানব সবার মাধ্যমে সবাইকে জীবনযাপন করতে হবে। তাহলে সম্মান আল্লাহ দিবে।
দলের নেতাকর্মীদের খারাপ কাজ থেকে বিরত থাকার অনুরোধ করে মোহাম্মদ শাহজাহান বলেন, যে যা করেছেন তা গতকাল পর্যন্ত, আজকের পর থেকে আর না। দলের সম্মান রক্ষায় সবাইকে বিশৃঙ্খল কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। যারা অত্যাচার করেছে তাদের শাস্তি দিয়ে যারা তাদের অধিকার হারিয়েছেন তাদের অধিকার ফিরে পাবেন।