মনিরুল ইসলাম : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের বাইরে কী করছে, তা অন্তর্বর্তী সরকারের নজরদারিতে রয়েছে।
রোববার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ভারতের কলকাতায় আওয়ামী লীগের অফিস স্থাপন সংক্রান্ত বিবিসির এক প্রতিবেদনের প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “আপনারা জানেন, তাদের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ। তারা বাইরে কী করছে, আমরা অবশ্যই মনিটরিং করছি।”
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে বডি ক্যাম কেনা হচ্ছে।”
এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি (পিডি) শাহ আসিফ রহমান মালয়েশিয়া সফরের বিস্তারিত তুলে ধরেন। এসময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ৩ দিনের সফরে সোমবার (১১ আগস্ট) মালয়েশিয়া যাচ্ছেন। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এটি হবে তার ফিরতি সফর। গত অক্টোবরে আনোয়ার ইব্রাহিম মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশ সফর করেছিলেন।
ব্রিফিংয়ে জানানো হয়, মঙ্গলবার (১২ আগস্ট) পুত্রযায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সফরে পাঁচটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।
রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে মালয়েশিয়াসহ আসিয়ানভুক্ত দেশগুলোকে আহ্বান জানানো হবে। পাশাপাশি শ্রমবাজার, গভীর সমুদ্রের সঠিক ব্যবহার, কৃষি এবং দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারের বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে। এছাড়া, সফরকালে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গেও মুহাম্মদ ইউনূসের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।